
ছবি: সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বর্তমান নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠনের দাবি জানিয়েছে। দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “নির্বাচনের আগে ইসিকে পুনর্গঠন করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। ইসিকে গঠন করার যে প্রক্রিয়া চালু ছিল, সেই আইনে পরিবর্তন আনতে হবে। ঐকমত্যের ভিত্তিতে একটি নতুন পদ্ধতিতে কমিশন গঠন করতে হবে, যেখানে যারা দক্ষতার প্রমাণ দিয়েছেন, তাদের রাখা যেতে পারে।”
রোববার (১৩ জুলাই) সকালে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
‘শাপলা’ প্রতীক নিয়ে তিনি বলেন, “শাপলার কোনো বিকল্প নেই। এই প্রতীক পাওয়ার ক্ষেত্রে আমাদের আইনগত কোনো বাধা নেই। যদি বাধা দেওয়া হয়, এনসিপি রাজনৈতিকভাবে লড়াই চালিয়ে যাবে।”
দলের যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট জহিরুল ইসলামও একই দাবি তুলে বলেন, “আইন অনুযায়ী শাপলা প্রতীক পেতে কোনো অসুবিধা নেই। আমরা নতুন করে আবেদন জমা দিয়েছি।”
তিনি আরও অভিযোগ করেন, “বর্তমান নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে নয়, বরং একটি দলের মুখপাত্রের মতো আচরণ করছে। এই কমিশন পুনর্গঠনের এখন সময় এসেছে।”
এর আগে সকালে এনসিপির পাঁচ সদস্যের প্রতিনিধি দল সিইসির সঙ্গে বৈঠকে অংশ নেয়। প্রতিনিধিত্ব করেন হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলম ও নাসীরুদ্দীন পাটওয়ারী। বৈঠকে দলীয় প্রতীক বরাদ্দ, প্রবাসী ভোটার তালিকা ও নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে আলোচনা হয়।
বৈঠকে এনসিপি কমিশনের কাছে ‘নৌকা’ প্রতীককে নির্বাচন কমিশনের তালিকা থেকে আইনি ভিত্তিতে বাদ দেওয়ার সুপারিশও করে।
উল্লেখ্য, গত বুধবার নির্বাচন কমিশন নীতিগতভাবে সিদ্ধান্ত নেয়, 'শাপলা' প্রতীককে আর কোনো রাজনৈতিক দলকে বরাদ্দ দেওয়া হবে না। এনসিপির পক্ষ থেকে শাপলার পাশাপাশি ‘কলম’ ও ‘মোবাইল ফোন’ প্রতীকও বিকল্প হিসেবে তালিকায় রাখা হয়েছে।
শিহাব