ঢাকা, বাংলাদেশ   রোববার ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২

তাড়াহুড়োয় মেকআপ তুলতে যে ৫ ভুলে ত্বকের বড় ক্ষতি হয়!

প্রকাশিত: ১০:০৫, ১৩ জুলাই ২০২৫

তাড়াহুড়োয় মেকআপ তুলতে যে ৫ ভুলে ত্বকের বড় ক্ষতি হয়!

ছ‌বি: সংগৃহীত

দীর্ঘদিনের মেকআপের অভ্যাসে ত্বকের সমস্যা হতেই পারে, তবে অনেক সময় নিজেরই কিছু ভুলে অল্প বয়সে ত্বক বুড়িয়ে যেতে পারে। অফিস বা বাইরে যাওয়ার আগে অনেকেই মেকআপ করেন, কিন্তু কাজ শেষে বাড়ি ফিরে সেই মেকআপ তোলার ক্ষেত্রে দেখা যায় অসাবধানতা। ক্লান্তি ও তাড়াহুড়োর কারণে তখন ঠিকমতো মেকআপ না তুলে ফেলাই হয়ে ওঠে মারাত্মক ভুলের মূল কারণ।

বিশেষজ্ঞরা বলছেন, ত্বক ঠিকমতো পরিষ্কার না করলে এবং ভুল পদ্ধতিতে মেকআপ তুললে অকালেই বয়সের ছাপ দেখা দিতে পারে। চলুন জেনে নেওয়া যাক, কোন ভুলগুলো করলে ত্বকের ক্ষতি হতে পারে এবং কীভাবে সঠিকভাবে মেকআপ তুলবেন।

ত্বকের ক্ষতির কারণ হতে পারে যেসব ভুল:

১. চোখের মেকআপ তুলতে মুখের রিমুভার ব্যবহার: চোখের ত্বক মুখের তুলনায় অনেক বেশি স্পর্শকাতর। তাই চোখের মেকআপ তুলতে নির্দিষ্ট রিমুভার ব্যবহার করা উচিত। অনেকেই মুখের রিমুভার দিয়ে চোখের মেকআপ তুলে ফেলেন, যা ত্বকের জন্য ক্ষতিকর।

২. ভেজা ওয়াইপসে মুখ মুছে ফেলা: অনেকেই দ্রুত মেকআপ তুলতে ভেজা ওয়াইপস ব্যবহার করেন। এতে ত্বক পুরোপুরি পরিষ্কার হয় না, বরং অতিরিক্ত ব্যবহারে ত্বকে র‍্যাশ বা শুষ্কতা দেখা দিতে পারে।

৩. মুখে জোরে ঘষাঘষি: ফেসওয়াশ ব্যবহার করার সময় অনেকে খুব জোরে ঘষে মুখ পরিষ্কার করেন। এতে ত্বকের প্রাকৃতিক আর্দ্রতা নষ্ট হয়ে যায় এবং ত্বক শুষ্ক হয়ে পড়ে।

৪. গরম জল দিয়ে মুখ ধোয়া: গরম জল দিয়ে মুখ ধুলে ভালো লাগলেও, এটি ত্বকের জন্য ক্ষতিকর। এতে ত্বক শুষ্ক হয়ে যায় এবং বলিরেখা দেখা দিতে পারে।

৫. চোয়াল ও গলার দিকে মেকআপ না তোলা: মেকআপ করার সময় চোয়াল ও গলায়ও প্রসাধনী লাগে, কিন্তু অনেকেই সেই জায়গাগুলো ঠিকমতো পরিষ্কার করেন না। এতে সেই অংশগুলো দ্রুত বয়সের ছাপ ফেলে যায়।

ত্বককে সতেজ রাখতে ‘ডবল ক্লিনজিং’ পদ্ধতি সবচেয়ে কার্যকর। প্রথম ধাপে নারকেল তেল বা তৈলাক্ত ক্লিনজার দিয়ে মুখে হালকাভাবে ম্যাসাজ করতে হবে। এরপর ভেজা ওয়াইপস দিয়ে মুখ পরিষ্কার করে নিতে হবে। সবশেষে মাইল্ড ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে ফেলতে হবে।

এখানেই শেষ নয়। মুখ ধোয়ার পর ত্বক কিছুটা শুষ্ক হয়ে যায়, তাই মেকআপ তোলার পর অবশ্যই ময়শ্চারাইজার ব্যবহার করা জরুরি।

মেকআপ করা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি তা ঠিকমতো তোলাটাও ত্বকের সুস্থতার জন্য অপরিহার্য। তাই সময় বাঁচাতে গিয়ে ত্বকের ক্ষতি যেন না হয়, সে বিষয়ে সচেতন থাকা প্রয়োজন।

এম.কে.

×