ঢাকা, বাংলাদেশ   রোববার ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২

শিবচরে নিখোঁজের ১১ দিন পর যুবকের গলিত মরদেহ উদ্ধার

নিজস্ব সংবাদদাতা,শিবচর, মাদারীপুর

প্রকাশিত: ১২:৩০, ১৩ জুলাই ২০২৫

শিবচরে নিখোঁজের ১১ দিন পর যুবকের গলিত মরদেহ উদ্ধার

ছবি: সংগৃহীত

মাদারীপুর জেলার শিবচরে নিখোঁজের ১১ দিন পর এনায়েত শেখ (৩৫) নামে এক যুবকের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শনিবার (১২ জুলাই) রাত ১১ রাত দিকে শিবচর পৌরসভার উপশহর সংলগ্ন ময়নাকাটা নদ থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।নিহত এনায়েত শেখ শিবচর পৌরসভার ৭ নং ওয়ার্ড নলগোড়া গ্রামের মৃত ফকু শেখের ছেলে।

পারিবারিক সূএে জানা যায়,‘গত ২ জুলাই রাতে হঠাৎ নিখোঁজ হয় এনায়েত শেখ। এলাকায়,আত্মীয়স্বজন,প্রতিবেশীদের কাছে খোজাখুজি করে তাকে না পাওয়া গেলে তিনদিন পরে নিখোঁজ মর্মে শিবচর থানায় একটি জিডি করে নিহত এনায়েতের বড় ভাই মো.ইলিয়াছ শেখ,(জিডি নং-২৪৩,তাং-০৫/০৭/২০২৫ ইং)।কিন্তু গতকাল রাতে উপশহর সংলগ্ন ময়নাকাটা নদে ভেসে ওঠে একটি মরদেহ।উপশহরে নিহত এনায়েতের পরিবারের লোকজনের চিৎকারে মানুষজন জড়ো হলে পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে রাখা হয় ও এনায়েতের পরিবারের সদস্যরা শনাক্ত করেন এটি এনায়েতের মরদেহ।

 

 

 

শিবচর থানার অফিসার ইনচার্জ (ওসি) আজাহার আলী বলেন,‘নিহত এনায়েত নিখোঁজ হওয়ার পরে থানায় একটি জিডি করে তার পরিবারের লোক।মরদেহটি ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে প্রেরণ করা হবে।আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।ঘটনা উদঘাটনের জন্য পুলিশের একটি টিম কাজ করছে।’

ছামিয়া

আরো পড়ুন  

×