ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৪ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২

ইলিশের দেখা মিলল

কলাপাড়ায় এক ট্রিপেই এক ট্রলারে ৬৫ মণ ইলিশ, বিক্রি সাড়ে ৩৯ লাখ টাকায়

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, পটুয়াখালী

প্রকাশিত: ১৮:০০, ১৩ জুলাই ২০২৫; আপডেট: ১৮:০২, ১৩ জুলাই ২০২৫

কলাপাড়ায় এক ট্রিপেই এক ট্রলারে ৬৫ মণ ইলিশ, বিক্রি সাড়ে ৩৯ লাখ টাকায়

ছবিঃ সংগৃহীত

গভীর বঙ্গোপসাগরে এক ট্রিপে কয়েক দফা জাল ফেলে ৬৫ মণ ইলিশ নিয়ে ফিরেছেন এফবি সাদিয়া-২ ট্রলারের জেলেরা।

আজ রবিবার (১৩ জুলাই) দুপুরে পটুয়াখালীর কলাপাড়ার আলীপুর মৎস্য বন্দরের মেসার্স খান ফিশে এ পরিমাণ ইলিশ নিলামে ৩৯ লাখ ৬০ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।

ট্রলার মাঝি শাহাবুদ্দিন জানান, নিষেধাজ্ঞার পরে আবহাওয়া খারাপ থাকায় কয়েকবার খালি হাতে ফিরেছেন। বিপদেও পড়েছেন। এবার আল্লাহ মুখ তুলে চেয়েছেন। সবশেষ ৯ জুলাই ২৩ জন জেলে নিয়ে তারা কুয়াকাটা থেকে প্রায় দেড় শ’ কিলোমিটার দূরে গভীর সাগরবক্ষে এক ট্রিপে বিভিন্ন স্পটে এ পরিমাণ ইলিশ ধরে ফিরেছেন। তিন ক্যাটাগরিতে সাইজ করে তারা মাছগুলো বিক্রি করেন। আড়ত ম্যানেজার সাগর ইসলাম জানান, অনেক দিন পর আবার ইলিশের আমদানিতে জেলেরা অনেকটা হাসিখুশি। লোকসান কাটাতে পারছেন।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, ‘আবহাওয়া ক্রমাগত ভালো হয়ে এলে জেলেরা মাছ পাবেন।’ দামও বেশি থাকায় লোকসান পুষিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ইমরান

×