ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৪ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলায়

রংপুর বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হক প্রামাণিক কারাগারে

শাকিল আহমেদ, রংপুর

প্রকাশিত: ১৮:১২, ১৩ জুলাই ২০২৫; আপডেট: ১৮:১৩, ১৩ জুলাই ২০২৫

রংপুর বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হক প্রামাণিক কারাগারে

ছবিঃ সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুটি হত্যা ও একটি হত্যা চেষ্টা মামলায় রংপুর বারের সাবেক সাধারণ সম্পাদক ও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হক প্রামাণিকের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

রবিবার (১৩ জুলাই) দুপুরে রংপুর মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোঃ মশিউর রহমান খানের আদালতে আত্মসমর্পণ করলে বিচারক এ আদেশ দেন।

মহানগর দায়রা জজ আদালতের পিপি আব্দুল হাদী বেলাল জানান, আব্দুল হক প্রামাণিক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলিতে নিহত সবজি ব্যবসায়ী সাজ্জাদ হোসেন হত্যা মামলার ২০ নম্বর, স্বর্ণ শিল্পী ব্যবসায়ী মুসলিম উদ্দিন মিলন হত্যা মামলার ১২ নম্বর এবং শাহ আলম হত্যা চেষ্টা মামলার ১১ নম্বর এবং মোমদেল হত্যা চেষ্টা মামলার ৬ নম্বর এজাহারভুক্ত আসামি। হাইকোর্টের নির্দেশে তিনি মহানগর দায়রা জজ আদালতে জামিনের আবেদন করলে শাহ আলম হত্যা চেষ্টা মামলায় জামিন মঞ্জুর এবং বাকি দুটি হত্যা ও একটি হত্যা চেষ্টা মামলায় জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক। আব্দুল হক প্রামাণিক বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সাধারণ সম্পাদক এবং রংপুর বারের দুইবারের সাধারণ সম্পাদক ছিলেন।

তিনি জানান, তার বিরুদ্ধে অভিযোগ আমরা আদালতকে জানিয়েছি। আশা করি ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে।

এর আগে রংপুর বারের সভাপতি অ্যাড. শাহেদ কামাল ইবনে খতিব, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য অ্যাড. মোঃ রহিজ উদ্দিন বাদশা, অ্যাড. মোঃ আলী আখতার জাহাঙ্গীর হোসেন তুহিন, অ্যাড. শাহ মোঃ নয়নুর রহমান (টফি), অ্যাড. মোঃ ফজলুল হক (ফাহিম), অ্যাড. শফিকুল ইসলাম মিন্টু, রংপুর বারের সাবেক সহ-সাধারণ সম্পাদক অ্যাড. মোঃ জিয়াউল হাসান (জিয়া) সহ ২০/২৫ জন আইনজীবী তার পক্ষে চারটি মামলায় আত্মসমর্পণ করে জামিনের আবেদন ও শুনানি করেন।

বিবাদী পক্ষের আইনজীবী জাহাঙ্গীর হোসেন তুহিন জানান, তিনি নির্দোষ। হাইকোর্টের নির্দেশে তিনি আত্মসমর্পণ করেছেন। আমরা তার সব কাগজপত্র আদালতে দাখিল করেছি। আদালত একটি মামলায় জামিন এবং তিনটি মামলায় জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠিয়েছেন। আমরা উচ্চ আদালতে আপিল করব।

ইমরান

×