ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৭ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২

৭ জুলাই সেই বাংলা ব্লকেড, দাবিতে অটল ছিল তরুণ প্রজন্ম

৭ জুলাই সেই বাংলা ব্লকেড, দাবিতে অটল ছিল তরুণ প্রজন্ম

সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিলের দাবিতে টানা আন্দোলন করে আসছিল বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সেই ধারাবাহিকতায় আন্দোলনকারীরা কোটা বাতিল-সহ চার দফা দাবিতে ২০২৪ সালের ৭ জুলাই সারা দেশে ‘বাংলা ব্লকেড’ নামে একটি কর্মসূচি পালন করে। সেদিনের এ কর্মসূচিতে রাজধানী ঢাকা-সহ দেশের বিভিন্ন সড়ক ও মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে দেখা যায় শিক্ষার্থীদের। শাহবাগ মোড়, ইন্টারকন্টিনেন্টাল মোড়, সায়েন্সল্যাব মোড়, চানখারপুল, নীলক্ষেত মোড়ে অবস্থান নেয় আশেপাশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের কর্মসূচির কারণে ঢাকা ও ঢাকার বাইরে বিভিন্ন সড়ক ও মহাসড়কে বন্ধ হয়ে যায় যান চলাচল।

৭ জুলাই সেই বাংলা ব্লকেড, দাবিতে অটল ছিল তরুণ প্রজন্ম

৭ জুলাই সেই বাংলা ব্লকেড, দাবিতে অটল ছিল তরুণ প্রজন্ম

সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিলের দাবিতে টানা আন্দোলন করে আসছিল বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সেই ধারাবাহিকতায় আন্দোলনকারীরা কোটা বাতিল-সহ চার দফা দাবিতে ২০২৪ সালের ৭ জুলাই সারা দেশে ‘বাংলা ব্লকেড’ নামে একটি কর্মসূচি পালন করে। সেদিনের এ কর্মসূচিতে রাজধানী ঢাকা-সহ দেশের বিভিন্ন সড়ক ও মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে দেখা যায় শিক্ষার্থীদের। শাহবাগ মোড়, ইন্টারকন্টিনেন্টাল মোড়, সায়েন্সল্যাব মোড়, চানখারপুল, নীলক্ষেত মোড়ে অবস্থান নেয় আশেপাশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের কর্মসূচির কারণে ঢাকা ও ঢাকার বাইরে বিভিন্ন সড়ক ও মহাসড়কে বন্ধ হয়ে যায় যান চলাচল।

adbilive
adbilive
ভারতের রাজনীতিতে মামদানিকে নিয়ে চর্চা, ডানপন্থিদের কঠোর সমালোচনা

ভারতের রাজনীতিতে মামদানিকে নিয়ে চর্চা, ডানপন্থিদের কঠোর সমালোচনা

নিউইয়র্ক সিটি মেয়রের নির্বাচনে ডেমোক্র্যাটিক প্রাইমারিতে জয় পেয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন ভারতীয় বংশোদ্ভূত রাজনীতিক জোহরান মামদানি। মাত্র ৩৩ বছর বয়সী এই তরুণ নেতা যুক্তরাষ্ট্রে বাম রাজনীতির নতুন মুখ হয়ে উঠেছেন, আবার ভারতে ডানপন্থিদের কড়া সমালোচনার শিকার। গালফ নিউজের এক বিশ্লেষণ মতে, মামদানি একজন মুসলিম, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কঠোর সমালোচক এবং ইসরাইলের গাজায় সামরিক হামলার বিরোধী  এসব কারণেই ভারতীয় ডানপন্থি মহলে তার বিরুদ্ধে ক্ষোভ প্রবল। আবার তার সমাজতান্ত্রিক দৃষ্টিভঙ্গি, যেমন ধনীদের ওপর কর বৃদ্ধির দাবি, বাস ভাড়া ফ্রি করা, শিশু যতেœ সরকারি সহায়তা এসব কারণে ভারতের প্রগতিশীল বুদ্ধিজীবীদের মধ্যে তার জনপ্রিয়তা তুঙ্গে। অনেকেই মামদানিকে ভারতের আম আদমি পার্টির সঙ্গে তুলনা করছেন। যেমনটি দিল্লিতে অরবিন্দ কেজরিওয়াল করতেন, ঠিক তেমনভাবেই মামদানি প্রচলিত রাজনৈতিক ধারার সামনে ‘বাধা সৃষ্টিকারী’ হিসেবে আবির্ভূত হয়েছেন। ভারতে মামদানির জনপ্রিয়তা নিয়ে চর্চা অবাক করার মতো নয়। সম্প্রতি পশ্চিমা বিশ্বে ভারতীয় বংশোদ্ভূত নেতারা বিভিন্ন দেশে নেতৃত্বের আসনে বসছেন। রিশি সুনাক যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হয়েছেন সেটি ভারতের ডানপন্থিরা উদ্যাপন করেছে। কারণ, সুনাক তার হিন্দু পরিচয় স্পষ্টভাবে তুলে ধরেছেন। কিন্তু মামদানি হলেন উল্টো চিত্র। শুধু তার মুসলিম পরিচয়ই যেন তাকে বিতর্কের কেন্দ্রে এনে দাঁড় করিয়েছে। এমনকি কংগ্রেস নেতা অভিষেক সিংভিও মামদানিকে নিয়ে মন্তব্য করেছেন, যা অনেকেই অশোভন বলেই মনে করছেন।

ইলন মাস্কের নতুন দল গঠনের পরিকল্পনা হাস্যকর ॥ ট্রাম্প

ইলন মাস্কের নতুন দল গঠনের পরিকল্পনা হাস্যকর ॥ ট্রাম্প

ইলন মাস্কের নতুন রাজনৈতিক দল ‘আমেরিকা পার্টি’র গঠনের পরিকল্পনাকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় রবিবার এয়ার ফোর্স ওয়ানে ওঠার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন, ‘তৃতীয় একটি দল গঠনের ধারণা আমার মতে ‘হাস্যকর’। মার্কিন রাজনীতি সব সময়ই দুই দলের ব্যবস্থায় চলেছে এবং তৃতীয় একটি দল শুধু বিভ্রান্তি বাড়াবে।’ কয়েক সপ্তাহ ধরে ইঙ্গিত দিয়ে আসার পর, মাস্ক এক্সে পোস্ট করে জানান যে তিনি ‘আমেরিকা পার্টি’ নামে একটি নতুন দল তৈরি করেছেন, যা রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের ‘একীভূত দল’-এর বিরুদ্ধে লড়াই করবে। ‘আমেরিকাবিরোধী’ নীতির সঙ্গে থাকলে ১০ শতাংশ কর ॥ ব্রিকস্-এর আমেরিকাবিরোধী নীতির সঙ্গে যে সব দেশ যুক্ত থাকবে তাদের মার্কিন পণ্যে বাড়তি আরও ১০ শতাংশ কর দিতে হবে বলে ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্রিক্স সম্মেলনের মাঝেই সোমবার সকালে এই ঘোষণা দেন ট্রাম্প। স্যোশাল মিডিয়া পোস্টে ট্রাম্প জানান, সোমবার থেকেই বিভিন্ন দেশ আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তির কাগজ পেয়ে যাবে। কোনো দেশের ক্ষেত্রে তা হবে চুক্তির নথি, কোনো দেশের ক্ষেত্রে শুল্কের চিঠি। এদিকে ব্রাজিলের রিও ডি জেনিরো শহরে চলছে দু’দিনের ব্রিক্স আন্তর্জাতিক সম্মেলন। ব্রিক্সের প্রাথমিক সদস্য দেশগুলোর মধ্যে রয়েছে ভারত, চীন, রাশিয়া ও দক্ষিণ আফ্রিকা। পরে এই জোটে যোগ দিয়েছে সংযুক্ত আরব আমিররাত, ইরান, ইথিওপিয়া, মিসর ও ইন্দোনেশিয়া।

গাজা ও ইয়েমেনে হামলা করল ইসরাইল

গাজা ও ইয়েমেনে হামলা করল ইসরাইল

যুদ্ধবিরতির সম্ভাবনার মধ্যেই ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর হামলায় অন্তত ৮২ জন নিহত হয়েছেন। এর মধ্যে শুধু গাজা সিটিতেই নিহতের সংখ্যা ৩৯। এদিকে ইয়েমেনের তিনটি বন্দর এবং একটি বিদ্যুৎ কেন্দ্রে ভয়াবহ হামলা চালানো হয়েছে। আল জাজিরা জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, চলতি সপ্তাহে ইসরাইল এবং হামাসের মধ্যে যুদ্ধবিরতি হতে পারে, এটি তিনি বিশ্বাস করেন। এ অবস্থাতেই হামলা চালাল ইসরাইল। ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলে হামলা চালায় গাজার স্বাধীনতাকামীগোষ্ঠী হামাস। এতে অন্তত ১২০০ জন নিহত হন। ওইদিন থেকেই গাজায় ব্যাপক হামলা চালাচ্ছে ইসরাইলি বাহিনী। এতে নিহত ৫৭ হাজার ছাড়িয়েছে। ইয়েমেনের তিন বন্দর ও বিদ্যুৎকেন্দ্রে হামলা ॥ হুতি বিদ্রোহীদের লক্ষ্যবস্তু বানিয়ে ইয়েমেনের তিনটি বন্দর এবং একটি বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরাইল। গত এক মাসের মধ্যে নতুন করে হামলা চালানোর কথা জানালো দেশটির সেনাবাহিনী। সোমবার ইসরাইল সেনাবাহিনী জানিয়েছে, তেল আবিবে বার বার হুতিদের হামলার কারণে ইয়েমেনের হোদেইদাহ, রাস ইসা ও সালিফ বন্দরসহ রাস কান্তিব বিদ্যুৎকেন্দ্রে হামলা চালানো হয়েছে। গাজায় গণহত্যার প্রতিক্রিয়া দেখাতে বিশ্বকে লুলার আহ্বান ॥ রিও ডি জেনিরোতে ব্রিকস শীর্ষ সম্মেলনের উদ্বোধনী ভাষণে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা গাজায় ইসরাইলের বিরুদ্ধে ‘গণহত্যা’ চালানোর অভিযোগ তুলে বিশ্ব নেতৃবৃন্দকে তা বন্ধে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন।  ব্রাজিলের প্রেসিডেন্ট বলেন, ‘এই সমস্যার একমাত্র সমাধান হলো ইসরাইলের দখলকৃত অঞ্চলগুলো ছেড়ে দেওয়া। ১৯৬৭ সালের সীমান্ত অনুযায়ী একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করা।’ গাজায় প্রথম দফার যুদ্ধবিরতি আলোচনা অগ্রগতি ছাড়াই শেষ ॥ ইসরাইল ও হামাসের মধ্যে সর্বশেষ পরোক্ষ যুদ্ধবিরতি আলোচনা কোনো অগ্রগতি ছাড়াই শেষ হয়েছে। আলোচনার সঙ্গে জড়িত এক ফিলিস্তিনি কর্মকর্তা সোমবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, দোহার দুটি পৃথক ভবনে প্রায় সাড়ে তিন ঘণ্টা ধরে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। তার মতে, কাতারি ও মিসরীয় মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইসরাইল ও হামাস পরস্পরের মধ্যে বার্তা ও ব্যাখ্যা আদান-প্রদান করে। তবে কোনো অগ্রগতি অর্জিত হয়নি। ওই কর্মকর্তা আরও জানান, আলোচনা সোমবার আবার শুরু হওয়ার কথা রয়েছে। মধ্যস্থতাকারীরা উভয় পক্ষের সঙ্গে আলাদা বৈঠক করে সমঝোতার পথ খুঁজে বের করার চেষ্টা করবেন।  হোয়াইট হাউসের সামনে বিক্ষোভ ॥ ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফরের বিরুদ্ধে ওয়াশিংটন ডিসির হোয়াইট হাউসের সামনে জড়ো হয়ে প্রতিবাদ-বিক্ষোভ করেছে ফিলিস্তিনপন্থি সংগঠনগুলো। সফরের অংশ হিসেবে নেতানিয়াহু সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করবেন। গত ছয় মাসের মধ্যে নেতানিয়াহুর এটি তৃতীয়বারের মতো যুক্তরাষ্ট্র সফর এবং ট্রাম্পের সঙ্গেও তৃতীয় একান্ত বৈঠক হতে যাচ্ছে।