ইলন মাস্কের নতুন রাজনৈতিক দল ‘আমেরিকা পার্টি’র গঠনের পরিকল্পনাকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় রবিবার এয়ার ফোর্স ওয়ানে ওঠার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন, ‘তৃতীয় একটি দল গঠনের ধারণা আমার মতে ‘হাস্যকর’। মার্কিন রাজনীতি সব সময়ই দুই দলের ব্যবস্থায় চলেছে এবং তৃতীয় একটি দল শুধু বিভ্রান্তি বাড়াবে।’
কয়েক সপ্তাহ ধরে ইঙ্গিত দিয়ে আসার পর, মাস্ক এক্সে পোস্ট করে জানান যে তিনি ‘আমেরিকা পার্টি’ নামে একটি নতুন দল তৈরি করেছেন, যা রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের ‘একীভূত দল’-এর বিরুদ্ধে লড়াই করবে।
‘আমেরিকাবিরোধী’ নীতির সঙ্গে থাকলে ১০ শতাংশ কর ॥ ব্রিকস্-এর আমেরিকাবিরোধী নীতির সঙ্গে যে সব দেশ যুক্ত থাকবে তাদের মার্কিন পণ্যে বাড়তি আরও ১০ শতাংশ কর দিতে হবে বলে ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্রিক্স সম্মেলনের মাঝেই সোমবার সকালে এই ঘোষণা দেন ট্রাম্প। স্যোশাল মিডিয়া পোস্টে ট্রাম্প জানান, সোমবার থেকেই বিভিন্ন দেশ আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তির কাগজ পেয়ে যাবে। কোনো দেশের ক্ষেত্রে তা হবে চুক্তির নথি, কোনো দেশের ক্ষেত্রে শুল্কের চিঠি।
এদিকে ব্রাজিলের রিও ডি জেনিরো শহরে চলছে দু’দিনের ব্রিক্স আন্তর্জাতিক সম্মেলন। ব্রিক্সের প্রাথমিক সদস্য দেশগুলোর মধ্যে রয়েছে ভারত, চীন, রাশিয়া ও দক্ষিণ আফ্রিকা। পরে এই জোটে যোগ দিয়েছে সংযুক্ত আরব আমিররাত, ইরান, ইথিওপিয়া, মিসর ও ইন্দোনেশিয়া।