ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২

দেশে মূল্যস্ফীতি কমে ৮.৪৮ শতাংশে, দুই বছরের মধ্যে সর্বনিম্ন

প্রকাশিত: ১৭:৫৭, ৭ জুলাই ২০২৫

দেশে  মূল্যস্ফীতি কমে ৮.৪৮ শতাংশে, দুই বছরের মধ্যে সর্বনিম্ন

ছবি: সংগৃহীত

দেশে সামগ্রিক মূল্যস্ফীতির হার কমে ৮.৪৮ শতাংশে নেমে এসেছে। একই সঙ্গে খাদ্য মূল্যস্ফীতিও উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়ে দাঁড়িয়েছে ৭.৩৯ শতাংশে, যা গত দুই বছরে সর্বনিম্ন। সোমবার (৭ জুলাই) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রকাশিত জুন ২০২৫ মাসের সর্বশেষ উপাত্তে এই তথ্য জানানো হয়।

 

 

মূল্যস্ফীতির এ ইতিবাচক প্রবণতা নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে লেখেন, “অন্তর্বর্তী সরকারের সুচিন্তিত নীতি-কৌশলের ফলে মূল্যস্ফীতি দ্রুত কমছে।”

তিনি জানান, ২০২৪ সালের আগস্টের তুলনায় জুন ২০২৫-এ মূল্যস্ফীতি প্রায় ২ শতাংশ কমেছে। শুধু খাদ্য নয়, খাদ্য বহির্ভূত খাতেও মূল্যস্ফীতি কমার স্পষ্ট ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

 

 

বিশেষজ্ঞরা বলছেন, সরকারের নিয়ন্ত্রিত বাজার তদারকি, আমদানি ব্যয় হ্রাস, ভর্তুকিনীতির সমন্বয় এবং সরবরাহ ব্যবস্থার উন্নয়ন, এসবই মূল্যস্ফীতির হার নিয়ন্ত্রণে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

এখন দেখার বিষয়, এই ইতিবাচক ধারা আগামী মাসগুলোতেও স্থায়ী হয় কিনা। তবে আপাতত ভোক্তাদের জন্য এটি নিঃসন্দেহে একটি স্বস্তির খবর।

ছামিয়া

×