ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২

শরীর উপভোগ করে এমন দর্শকের নায়িকা হতে চাই না: সাই পল্লবী

প্রকাশিত: ২১:০৫, ৭ জুলাই ২০২৫

শরীর উপভোগ করে এমন দর্শকের নায়িকা হতে চাই না: সাই পল্লবী

দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী। পোশাক নির্বাচনেও রয়েছে তার বিশেষ সচেতনতা। সাই পল্লবী বরাবরই সাবলীল এবং সাধারণ পোশাক পরার জন্য পরিচিত। তাকে খুব কমই দেখা যায় ছোট বা খোলামেলা পোশাকে। বরাবরই নিজের চিন্তাভাবনা ও পছন্দ-অপছন্দ প্রকাশে স্পষ্টভাষী তিনি। চলচ্চিত্রজগৎ ও তার কাজ নির্বাচন নিয়ে নিজের অবস্থান বহুবার পরিষ্কার করেছেন। 

একবার গলাট্টা প্লাসের সঙ্গে সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, এক নাচের ভিডিওতে একটি বিশেষ পোশাক পরার পর থেকেই তার ভাবনা বদলে যায়। সেই ভিডিও ভাইরাল হওয়ার পর অনেকেই ভিডিও থামিয়ে তার পোশাক নিয়ে মন্তব্য করতে থাকে। এতে তিনি নিজেকে খুবই অবমানিত ও অস্বস্তিকর মনে করেছিলেন। সেই অভিজ্ঞতার পর থেকেই তিনি পোশাক বেছে নেওয়ার বিষয়ে সচেতন হয়েছেন।

তার ভাষায়, ‘মানুষ ভিডিও থামিয়ে আমার পোশাক নিয়ে মন্তব্য করতে থাকে। আমি খুবই অস্বস্তি অনুভব করি, নিজেকে অবজেক্ট মনে হয়। তখনই ঠিক করি, এমন কিছু করব না যাতে পরে অনুতপ্ত হতে হয়।’ 

সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি চাই, মানুষ আমাকে যে রকমভাবে দেখতে চায় আমি যেন তেমন না হই। আমি এমন দর্শকদের কাছে পৌঁছাতে চাই না যারা শুধু আমাকে ‘মাংসপিণ্ড’ হিসেবে দেখে। আমি তাদের খোরাক হতে চাই না। আমি চাই না তাদের দৃষ্টি আমার উপর পড়ুক।’ তিনি এমন দর্শকদের জন্য কাজ করতে চান না, যারা তাকে শুধুমাত্র শরীর কিংবা বাহ্যিক সৌন্দর্যের মাধ্যম হিসেবে দেখে।

 

রাজু

×