ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২

বাউফলের ধুলিয়া লঞ্চ ঘাটে ভিপি নুরকে স্বাগত জানিয়ে স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিবের নেতৃত্বে শ্লোগান

নিজস্ব সংবাদদাতা, বাউফল, পটুয়াখালী।

প্রকাশিত: ১৮:৪৪, ৭ জুলাই ২০২৫; আপডেট: ২৩:২৬, ৭ জুলাই ২০২৫

বাউফলের ধুলিয়া লঞ্চ ঘাটে ভিপি নুরকে স্বাগত জানিয়ে স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিবের নেতৃত্বে শ্লোগান

ছবি: ভিপি নুরের সাথে স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তারেক ও কথিত যুবদল নেতা জাহিদ

বাংলাদেশ গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে অভ্যর্থনা জানিয়ে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিবের নেতৃত্বে বিএনপির শতাধিক নেতাকর্মীর শ্লোগান দেয়ার একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে।

ওই ভিডিওতে দেখা গেছে, রাতের দিকে একটি দোতালা লঞ্চ বাউফলের ধুলিয়া পন্টুনে ভিড়ছিল, তখন ভিপি নুর ওই লঞ্চের দোতালার সামনে দাঁড়িয়ে ছিলেন। এসময় তাকে স্বাগত জানিয়ে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তারেক ও ধুলিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হাসান, সদস্য সচিব বেল্লাল মোসলমানসহ শতাধিক বিএনপির নেতাকর্মীকে নুর ভাইয়ের আগমন শুভেচ্ছা স্বাগতম, ধুলিয়াবাসির পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগতম, বাউফলবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগতমসহ নানা শ্লোগান দিতে দেখা গেছে।

এর আগে ওই লঞ্চের কেবিনে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ও কথিত যুবদল নেতা জাহিদ, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবারক হাসান ভিপি নুরের সাথে ছবি তুলেন।

সোমবার (৭ জুলাই) ৩৪ সেকেন্ডের এই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পরলে বিএনপির নেতাকর্মীদের মধ্যে আলোচনা সমালোচনার জন্ম নেয়।

এবিষয়ে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তারেক বলেন, এই ভিডিওটি ২-৩ মাস আগের। ভিপি নুর লঞ্চযোগে ঢাকা থেকে তার নির্বাচনী এলাকায় যাচ্ছিলেন। আমিও ওই লঞ্চে ছিলাম। লঞ্চটি ধুলিয়া ঘাটে ভিড়ানোর সময় ভিপি নুরের সাথে আমার দেখা হয়। তখন দুইজনের সাথে কথা হয়। ওই সময় আমাকে বরন করতে ধুলিয়া ইউনিয়ন বিএনপির কিছু নেতাকর্মী লঞ্চ ঘাটে জড়ো হন। তারা শ্লোগান দেন। আমি ভিপি নুরকে নিয়ে কোন শ্লোগান দেইনি।

 
 

আফরোজা

×