ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৭ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২

নারী ক্রিকেট দলের সংবর্ধনায় তাবিথ আউয়াল

আপনারা ইতিহাস বদলে দিয়েছেন, এখন মিশন অস্ট্রেলিয়া

প্রকাশিত: ০৯:২৫, ৭ জুলাই ২০২৫

আপনারা ইতিহাস বদলে দিয়েছেন, এখন মিশন অস্ট্রেলিয়া

ছবি: সংগৃহীত

এএফসি নারী এশিয়ান কাপে ঐতিহাসিক যোগ্যতা অর্জনের পর দেশে ফেরা বাংলাদেশ নারী ফুটবল দলকে মধ্যরাতে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে বক্তাদের কথায় ফুটে ওঠেছে অকৃত্রিম ভালোবাসা, গর্ব এবং দেশের নারী সমাজের প্রতি তাদের অবদানের স্বীকৃতি। আবেগঘন এই আয়োজনে খেলোয়াড়দের অবিশ্বাস্য পারফরম্যান্সকে কুর্নিশ জানানোর পাশাপাশি 'মিশন অস্ট্রেলিয়া'র নতুন লক্ষ্য ঘোষণা করা হয়েছে।

অনুষ্ঠানে একজন বক্তা, যিনি দেশের ১৮ কোটি মানুষের পক্ষ থেকে ফুটবলারদের অভিনন্দন জানান, তার বক্তব্যে দলের প্রতি গভীর শ্রদ্ধা ও মুগ্ধতা প্রকাশ করেন। তিনি বলেন, "ফুটবলাররা আপনারা অ্যামেজিং। আমি আপনাদের খেলা দেখেছি।" বিশেষভাবে তিনি ঋতু চাকমার প্রশংসা করে বলেন, "এই মুহূর্তে ঋতু আমার শুধু ফেভারিট বিডি অ্যাথলেট না, আই থিংক ঋতু এই মুহূর্তে আমার ফেভারিট বিয়িং পারসনা।"

বক্তা জোর দিয়ে বলেন, "বাংলাদেশের মেয়েরা জানে কি করে প্রতিস্থিতি হয়।" তিনি ফুটবলের এক গভীর দিক তুলে ধরে বলেন, "আমরা জানি যে, পায়ে যখন বল থাকে তখন ফুটবল খেলাটা বেড়ে যায়, কিন্তু যখন পায়ে বল থাকে না তখন ওই ফুটবলার কী করে - এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।" মায়ানমারের সঙ্গে শেষ ম্যাচের উদাহরণ টেনে তিনি বলেন, "ওদের পায়ে যখন বল থাকে না ওরা পজিশনটা তখন কিভাবে দিচ্ছে - দিস ইজ অ্যামেজিং।"

নারী ফুটবলারদের এই অর্জনকে শুধু ক্রীড়া সাফল্য হিসেবে না দেখে, এর সামাজিক প্রভাবকেও বড় করে দেখেন বক্তা। তিনি বলেন, "আজকে আপনারা নতুন করে ইতিহাস দেখছেন এবং আমাদের সমাজের মনমানসিকতাকে আপনারা বদলানোর একটা যাত্রাতে আপনারা এগিয়ে নিছেন।" তার মতে, এই সাফল্য বাংলাদেশকে বিশ্ব দরবারে শুধু একটি ফুটবলিং নেশন হিসেবে নয়, বরং 'নারীর সমতা এবং নারীর ক্ষমতা'র একটি দেশ হিসেবে চিহ্নিত করছে।

খেলোয়াড়দের প্রতি আস্থা রেখে বক্তা জানান, "আমরা ১৮ কোটি মানুষ এটা একটা বড় টিম। যেভাবে আমাদের নারী দলের পিছে আমরা ছিলাম, আমরা আগামীতে থাকবো। আমরা ১৮ কোটি মানুষের দল আপনাদের উপর বিশ্বাস রাখতেছি, আস্থা রাখতেছি এবং আমাদের দিচ্ছি যে আপনাদের পিছে আমরা আছি, আপনারা এগিয়ে যান পিছ হবে না।" তিনি তাদের সমস্ত সাপোর্ট, দোয়া এবং অভিজ্ঞতা কাজে লাগানোর প্রতিশ্রুতি দেন।

খেলোয়াড়দের ক্লান্তি ও ত্যাগের কথা স্বীকার করে বক্তা বলেন, "আমি জানি আপনারা ক্লান্ত। এখানে আমি আমার সবাইকে জানাচ্ছি, আমার বক্তব্য শেষ হওয়ার পরে আমরা দলকে ছেড়ে দিব, আমাদেরকে রেস্ট নিতে হবে।" তিনি জানান, কিছু খেলোয়াড় আগামীকালই ভুটান চলে যাবে এবং কিছু খেলোয়াড়ের পাঁচ দিন পর অনূর্ধ্ব-১৮ টুর্নামেন্টে খেলা আছে। কোচিং স্টাফদেরও কাল থেকে আবার কাজ শুরু করার কথা।

শেষ পর্যায়ে বক্তা দেশের নতুন লক্ষ্য ঘোষণা করেন, "এখন থেকে আমাদের একটাই এখন কমিটমেন্ট, একটাই স্লোগান, একটাই এখন ট্যাগলাইন - হুইচ ইজ মিশন অস্ট্রেলিয়া। সেখানে আমরা যাচ্ছি।" এই ঘোষণার মাধ্যমে নারী ফুটবলের উজ্জ্বল ভবিষ্যতের প্রতি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।

সাব্বির

×