ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৭ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২

কেন ডিয়োগো জোটার শেষকৃত্যে ছিলেন না ক্রিশ্চিয়ানো রোনালদো? খোলাসা করলেন তাঁর বোন

প্রকাশিত: ০৯:০২, ৭ জুলাই ২০২৫; আপডেট: ০৯:০২, ৭ জুলাই ২০২৫

কেন ডিয়োগো জোটার শেষকৃত্যে ছিলেন না ক্রিশ্চিয়ানো রোনালদো? খোলাসা করলেন তাঁর বোন

ছবি: সংগৃহীত

ডিয়োগো জোটার শেষকৃত্যে ক্রিশ্চিয়ানো রোনালদোর অনুপস্থিতি নিয়ে উঠেছিল নানা সমালোচনা। তবে এসব প্রশ্নের জবাব দিয়েছেন রোনালদোর বোন কাতিয়া আভেইরো।

কাতিয়া ইনস্টাগ্রামে আবেগঘন বার্তায় জানান, রোনালদো ইচ্ছা করেই শেষকৃত্যে যাননি, কারণ তিনি চাননি তার উপস্থিতি এই শোকাবহ মুহূর্তের গুরুত্ব নষ্ট করুক।

তিনি বলেন, "যখন আমাদের বাবা মারা যান, তখন ক্যামেরা আর ভিড়ের কারণে আমরা ঠিকমতো শোকও করতে পারিনি। এখন তো ভাবাই যায় না, ক্রিশ্চিয়ানোর উপস্থিতি কত বড় ঘটনা হয়ে দাঁড়াতো।"

কাতিয়া আরও জানান, রোনালদো খুব সচেতনভাবেই এই সিদ্ধান্ত নিয়েছেন, যাতে শোকের পরিবেশে কোনো বাড়তি আলোড়ন না হয়।
তিনি সমালোচকদের উদ্দেশে বলেন, "লজ্জার বিষয়, মানুষ একজনের অনুপস্থিতি নিয়ে আলোচনা করছে, অথচ যে পরিবার শোকের সাগরে ডুবে আছে, তাদের যন্ত্রণার কথা ভাবছে না।"

এদিকে, লিভারপুল তারকা লুইস দিয়াজও শেষকৃত্যে অনুপস্থিত ছিলেন, যা নিয়েও উঠেছে সমালোচনা। তিনি তখন ছিলেন ছুটিতে, কলম্বিয়ায় এক খেলাধুলার আয়োজনে অংশ নিচ্ছিলেন, যেখানে তাকে হাসিখুশি দেখা যায়।

অনেকে ক্ষোভ প্রকাশ করেছেন, বিশেষ করে কারণ ডিয়োগো জোটা এক সময় দিয়াজের পাশে দাঁড়িয়েছিলেন, যখন তার বাবাকে অপহরণ করা হয়েছিল।

তবে ইনস্টাগ্রামে দিয়াজ জানিয়েছেন, "আমার হৃদয় ভেঙে গেছে... কিছু ভালোবাসার মুহূর্ত কখনও ভোলা যায় না।"

আবির

×