ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২

হোয়াইট হাউসের সামনে বিক্ষোভ

গাজা ও ইয়েমেনে হামলা করল ইসরাইল

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১:২২, ৭ জুলাই ২০২৫

গাজা ও ইয়েমেনে হামলা করল ইসরাইল

নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফরের বিরুদ্ধে ওয়াশিংটন ডিসির হোয়াইট হাউসের সামনে জড়ো হয়ে প্রতিবাদ-বিক্ষোভ করেছে ফিলিস্তিনপন্থি সংগঠনগুলো

যুদ্ধবিরতির সম্ভাবনার মধ্যেই ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর হামলায় অন্তত ৮২ জন নিহত হয়েছেন। এর মধ্যে শুধু গাজা সিটিতেই নিহতের সংখ্যা ৩৯। এদিকে ইয়েমেনের তিনটি বন্দর এবং একটি বিদ্যুৎ কেন্দ্রে ভয়াবহ হামলা চালানো হয়েছে।
আল জাজিরা জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, চলতি সপ্তাহে ইসরাইল এবং হামাসের মধ্যে যুদ্ধবিরতি হতে পারে, এটি তিনি বিশ্বাস করেন। এ অবস্থাতেই হামলা চালাল ইসরাইল।
২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলে হামলা চালায় গাজার স্বাধীনতাকামীগোষ্ঠী হামাস। এতে অন্তত ১২০০ জন নিহত হন। ওইদিন থেকেই গাজায় ব্যাপক হামলা চালাচ্ছে ইসরাইলি বাহিনী। এতে নিহত ৫৭ হাজার ছাড়িয়েছে।
ইয়েমেনের তিন বন্দর ও বিদ্যুৎকেন্দ্রে হামলা ॥ হুতি বিদ্রোহীদের লক্ষ্যবস্তু বানিয়ে ইয়েমেনের তিনটি বন্দর এবং একটি বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরাইল। গত এক মাসের মধ্যে নতুন করে হামলা চালানোর কথা জানালো দেশটির সেনাবাহিনী। সোমবার ইসরাইল সেনাবাহিনী জানিয়েছে, তেল আবিবে বার বার হুতিদের হামলার কারণে ইয়েমেনের হোদেইদাহ, রাস ইসা ও সালিফ বন্দরসহ রাস কান্তিব বিদ্যুৎকেন্দ্রে হামলা চালানো হয়েছে।
গাজায় গণহত্যার প্রতিক্রিয়া দেখাতে বিশ্বকে লুলার আহ্বান ॥ রিও ডি জেনিরোতে ব্রিকস শীর্ষ সম্মেলনের উদ্বোধনী ভাষণে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা গাজায় ইসরাইলের বিরুদ্ধে ‘গণহত্যা’ চালানোর অভিযোগ তুলে বিশ্ব নেতৃবৃন্দকে তা বন্ধে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন। 
ব্রাজিলের প্রেসিডেন্ট বলেন, ‘এই সমস্যার একমাত্র সমাধান হলো ইসরাইলের দখলকৃত অঞ্চলগুলো ছেড়ে দেওয়া। ১৯৬৭ সালের সীমান্ত অনুযায়ী একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করা।’
গাজায় প্রথম দফার যুদ্ধবিরতি আলোচনা অগ্রগতি ছাড়াই শেষ ॥ ইসরাইল ও হামাসের মধ্যে সর্বশেষ পরোক্ষ যুদ্ধবিরতি আলোচনা কোনো অগ্রগতি ছাড়াই শেষ হয়েছে। আলোচনার সঙ্গে জড়িত এক ফিলিস্তিনি কর্মকর্তা সোমবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, দোহার দুটি পৃথক ভবনে প্রায় সাড়ে তিন ঘণ্টা ধরে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছিল।
তার মতে, কাতারি ও মিসরীয় মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইসরাইল ও হামাস পরস্পরের মধ্যে বার্তা ও ব্যাখ্যা আদান-প্রদান করে। তবে কোনো অগ্রগতি অর্জিত হয়নি। ওই কর্মকর্তা আরও জানান, আলোচনা সোমবার আবার শুরু হওয়ার কথা রয়েছে। মধ্যস্থতাকারীরা উভয় পক্ষের সঙ্গে আলাদা বৈঠক করে সমঝোতার পথ খুঁজে বের করার চেষ্টা করবেন। 
হোয়াইট হাউসের সামনে বিক্ষোভ ॥ ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফরের বিরুদ্ধে ওয়াশিংটন ডিসির হোয়াইট হাউসের সামনে জড়ো হয়ে প্রতিবাদ-বিক্ষোভ করেছে ফিলিস্তিনপন্থি সংগঠনগুলো। সফরের অংশ হিসেবে নেতানিয়াহু সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করবেন। গত ছয় মাসের মধ্যে নেতানিয়াহুর এটি তৃতীয়বারের মতো যুক্তরাষ্ট্র সফর এবং ট্রাম্পের সঙ্গেও তৃতীয় একান্ত বৈঠক হতে যাচ্ছে।

প্যানেল হু

×