ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২

অমিত হাসান এবার নায়ক থেকে কবি, প্রকাশ করছেন কবিতার বই!

প্রকাশিত: ২১:১৬, ৭ জুলাই ২০২৫; আপডেট: ২১:২১, ৭ জুলাই ২০২৫

অমিত হাসান এবার নায়ক থেকে কবি,  প্রকাশ করছেন কবিতার বই!

বাংলা চলচ্চিত্রের নব্বই দশকের অন্যতম জনপ্রিয় নায়ক অমিত হাসান, যিনি রোমান্টিক এবং খল চরিত্রে অভিনয় করে কোটি কোটি ভক্তের হৃদয় জয় করেছেন, এবার এক নতুন ভূমিকায় হাজির হতে চলেছেন। এক সময় যিনি প্রেমিকার মন জয় করতে কবিতা পড়তেন, সেই অমিত হাসান এখন নিজেই কবিতা লেখক।

অনেক দিনের ইচ্ছে ছিল কবিতার বই প্রকাশের, কিন্তু ব্যস্ততার কারণে তা হয়ে ওঠেনি। এবার, সবকিছু গুছিয়ে, নিজের প্রথম কবিতার বই পাঠকদের হাতে তুলে দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন তিনি। ‘বিদ্রোহী প্রেমিক’ থেকে কবি অমিত হাসান হয়ে ওঠার এই যাত্রা শুরু হতে যাচ্ছে শিগগিরই।

অমিত হাসান নিজেই এ বিষয়ে জানিয়েছেন, ‘‘অনেক আগেই কবিতার বই প্রকাশের পরিকল্পনা ছিল, কিন্তু সময়ের অভাবে তা হয়ে ওঠেনি। তবে এবার আমি প্রস্তুত, আমার প্রথম কবিতার বই খুব শিগগিরই পাঠকদের হাতে পৌঁছাবে।’’

দীর্ঘদিন ধরেই অমিত হাসান সামাজিক যোগাযোগমাধ্যমে (ফেসবুকে) শেয়ার করেছেন তার লেখা কবিতা, যেগুলোর অনেকগুলোই প্রশংসিত হয়েছে ভক্ত-অনুরাগীদের কাছে। কবিতাগুলোর মধ্যে প্রেম, বিদ্রোহ এবং জীবনযুদ্ধের নানা দিক উঠে এসেছে। অমিত হাসান তার প্রথম কবিতার বইয়ে ৫০টি নির্বাচিত কবিতা অন্তর্ভুক্ত করবেন, যা পাঠকদের জন্য এক নতুন অভিজ্ঞতা হতে চলেছে।

এখন শুধু অপেক্ষা, কবে তিনি তার প্রেমিকা হয়ে কবি হয়ে উঠবেন!

রাজু

×