
ছবি: সংগৃহীত।
শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মাহমুদুল হক রুবেল বলেছেন, “গত ১৫ বছরে আওয়ামী লীগ সরকারের শাসনে বিএনপি নেতাকর্মীরা চরম নির্যাতন ও নিপীড়নের মধ্যে দিন কাটিয়েছে। একপর্যায়ে আমাদের অবস্থা হয়েছিল যেন আমরা এ দেশের নাগরিকই নই— আমরা ছিলাম আশ্রয়হীন যাযাবরের মতো।”
তিনি বলেন, “পুলিশি হয়রানি ও মিথ্যা মামলার ভয়ে আত্মীয়স্বজনের বাসায় গিয়েও থাকা যায়নি। আত্মীয়ের সঙ্গে ছবি তুললেও শঙ্কা থাকত। অনেকে জমি বিক্রি করেছে, গরু বিক্রি করে জামিন নিয়েছে। ফ্যাসিস্ট শাসনের এমন নিষ্ঠুর রূপ মানুষ ভুলতে পারবে না।”
রবিবার (৬ জুলাই) সন্ধ্যায় শ্রীবরদী উপজেলা সদরে বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এক আলোচনা সভা ও কর্মী সমাবেশে তিনি এসব কথা বলেন। সভাটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত “রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা” বাস্তবায়নের লক্ষ্যে আয়োজন করা হয়।
রুবেল আরও বলেন, “বর্তমান প্রেক্ষাপটে গণতন্ত্র ফিরিয়ে আনার সুবর্ণ সুযোগ সৃষ্টি হয়েছে। তাই আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে বিএনপিকে সংগঠিত করতে হবে। দলের মধ্যে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করে, তাদের চিহ্নিত করে প্রতিরোধ গড়ে তুলতে হবে।”
তিনি অভিযোগ করেন, “একটি কুচক্রী মহল বিএনপির নাম ব্যবহার করে সন্ত্রাস ও চাঁদাবাজিতে জড়িত হয়ে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। এদেরও দমন করতে হবে।”
সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ আব্দুর রহিম দুলাল। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন দুলাল।
বিশেষ অতিথি ছিলেন শ্রীবরদী পৌরসভার সাবেক মেয়র ও সাবেক উপজেলা বিএনপি সভাপতি মোঃ আব্দুর হাকিম, পৌর বিএনপির সভাপতি মোঃ ফজলুল হক চৌধুরী (অকুল), পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আনিসুজ্জামান খোকন, এবং সিংগাবরুনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ আবু রায়হান বাবুল।
সায়মা ইসলাম