ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৩ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

adbilive
adbilive
সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর, কারাগারে পাবেন ডিভিশন

সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর, কারাগারে পাবেন ডিভিশন

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি ডাক্তার সেলিনা হায়াৎ আইভীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। সোমবার  দুপুরে নারায়ণগঞ্জ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ২য় আদালতের বিচারক শামসুর রহমানের আদালতে জামিন আবেদন ও ডিভিশনের আবেদন করেন আইনজীবীরা। এরপর দুই পক্ষের যুক্তি-তর্ক শুনে তার জামিন নামঞ্জুর করেন আদালত। সোমবার বিকেলে জামিন নামঞ্জুর করার বিষয়টি নিশ্চিত করেছেন আদালত পুলিশের পরিদর্শক মো. কাইউম খান। সাবেক মেয়র ডা. আইভীর পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম বলেন, আমরা সাবেক মেয়র আইভীর জামিন আবেদন করলে আদালত তার জামিন নামঞ্জুর করেন। একই সঙ্গে তিনি ছিলেন প্রতিমন্ত্রী পদমর্যাদার। আমরা আদালতে প্রার্থনা করেছি তাকে যেন ডিভিশন দেওয়া হয় এবং আদালত নীতিগতভাবে একমত হয়েছেন। আদালত জেল কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়ার কথা বলেছেন।  আইনজীবী সিদ্দিকুর রহমান জানান, বৈষম্যবিরোধী আন্দোলনে আইভী কখনো মাঠে নামেননি। তার বিরুদ্ধে সবগুলো মিথ্যা মামলা। তার কোনো সম্পৃক্ততা নেই। তাকে একটি মামলায় কাস্টডি দিয়েছে। বাকি মিথ্যা মামলাগুলো তো তাকে কাস্টডি ইস্যু করেনি। যাতে আমাদের জামিন চাওয়ার ব্যাপারে ব্যথ্যয় ঘটছে। আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন বলেন, এ মামলায় মূল আসামি হচ্ছেন শামীম ওসমান ও তার গংরা।

বিএসএফের ফেলে যাওয়া ৭৫ বাংলাদেশী ও  তিন ভারতীয়কে পুলিশে সোপর্দ

বিএসএফের ফেলে যাওয়া ৭৫ বাংলাদেশী ও  তিন ভারতীয়কে পুলিশে সোপর্দ

সুন্দরবনের মান্দারবাড়িয়া ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের রেখে যাওয়া ৭৫ বাংলাদেশী ও তিন ভারতীয় নাগরিককে পুলিশে সোপর্দ করা হয়েছে। কোস্টগার্ড রবিবার রাত সাড়ে  ১১টার দিকে তাদেরকে সাতক্ষীরার শ্যামনগর থানায় সোপর্দ করে। উদ্ধারকৃত বাংলাদেশীদের বাড়ি নড়াইল, খুলনা, যশোর ও বরিশাল জেলায়। তাদের অধিকাংশই দুই মাস থেকে ৩৭ বছর ধরে বিভিন্ন মেয়াদে ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদ ও সুরাট শহরে বসবাস করত। এদিকে দায়েরকৃত মামলার আসামিরা হলেন- খুলনার বটিয়াঘাটা উপজেলার ফুলবাড়িয়া গ্রামের খালিদ শেখের ছেলে আব্দুর রহমান (২০), নড়াইল জেলার কালিয়া উপজেলার বিষ্ণুপুর গ্রামের মুন্না শাহের ছেলে হাসান শাহ (২০) ও একই গ্রামের সোহেল শেখের ছেলে সাইফুল শেখ (১৯)। এদের বাবা-মা বাংলাদেশী হলেও জন্ম ভারতের গুজরাট প্রদেশের আহমেদাবাদ জেলার যথাক্রমে নেহেরীনগর, জোপারপাচ্চি ও ফুলবাড়িয়ায়।  কোস্টগার্ড পশ্চিম জোনের মোংলা মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, বিএসএফের ‘পুশ ইন’ করা ৭৮ জনের মধ্যে ৭৫ জন বাংলাদেশী। অপর তিনজনের  পৈত্রিক বাড়ি বাংলাদেশে হলেও তাদের জন্ম ভারতে। সে কারণে ওই তিনজনের বিরুদ্ধে কোস্টগার্ড বাদী হয়ে ররিবার রাতেই শ্যামনগর থানায় মামলা দায়ের করেছে।

মোদি আবার হুমকি দিল পাকিস্তানকে

মোদি আবার হুমকি দিল পাকিস্তানকে

জম্মু ও কাশ্মীরের পাহলগামে পাকিস্তান-সমর্থিত জঙ্গি হামলার পর পাকিস্তানকে কড়া বার্তা দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জাতির উদ্দেশ্যে দেওয়া ২২ মিনিটের ভাষণে তিনি জানিয়ে দেন, “অপারেশন সিন্দুর এখনও শেষ হয়নি, এটি শুধু স্থগিত রাখা হয়েছে।” একই সঙ্গে পাকিস্তানকে সতর্ক করে তিনি বলেন, “আমাদের হামলা বাতিল হয়নি—পাকিস্তান প্রতিশ্রুতি ভঙ্গ করলে আবারও প্রতিক্রিয়া হবে।” প্রধানমন্ত্রী বলেন, “পাকিস্তানকে বুঝতে হবে, ভারতের প্রতিক্রিয়া কেবল বিরতি নিয়েছে, বন্ধ হয়নি। যদি তারা প্রতিশ্রুতি থেকে সরে আসে বা প্রতারণা করে, তাহলে ফের আঘাত আসবে।” মোদি জানান, ভারতের চালানো ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার মাত্রা এতটাই উচ্চ ছিল যে, তা পাকিস্তানের কল্পনার বাইরে। তার ভাষায়, “পাকিস্তান আতঙ্কে পড়ে আন্তর্জাতিক মহলে ফোন করে হস্তক্ষেপ চাইতে থাকে এবং শেষ পর্যন্ত ডিরেক্টর জেনারেল মিলিটারি অপারেশন (DGMO)-স্তরের আলোচনার মাধ্যমে যুদ্ধবিরতির অনুরোধ জানায়।” তিনি বলেন, “ভারত কেবল তখনই যুদ্ধবিরতির বিবেচনা করে, যখন পাকিস্তান ভবিষ্যতে সন্ত্রাস বা সামরিক উসকানি দেবে না বলে প্রতিশ্রুতি দেয়।” হুমকির সুরে মোদি বলেন, “পাকিস্তান ভারতের সীমান্তে হামলার চেষ্টা করেছিল, আমরা তাদের বুকে আঘাত করেছি। আমাদের নিখুঁত ও শক্তিশালী প্রতিক্রিয়ায় পাকিস্তান দিশেহারা হয়ে পড়েছে।” তিনি পাকিস্তানের ভাওয়ালপুর ও মুরিদকেসহ বিভিন্ন “সন্ত্রাস বিশ্ববিদ্যালয়ের” কথা উল্লেখ করে বলেন, “৯/১১ থেকে লন্ডন বোমা হামলা, কিংবা ভারতের একাধিক হামলার শেকড় ওই অঞ্চলেই গাঁথা।” ‘অপারেশন সিন্দুর’ প্রসঙ্গে মোদি বলেন, “এটি শুধু একটি সামরিক অভিযান নয়, এটি ভারতের সন্ত্রাসবিরোধী নীতির মৌলিক পরিবর্তনের প্রতীক। ভারত এখন যেখানে সন্ত্রাসের ঘাঁটি দেখবে, সেখানেই আঘাত করবে। আর কেউ ভারতের দিকে চোখ তুলে তাকালে, জবাব হবে চূড়ান্তভাবে।” পারমাণবিক হুমকির প্রসঙ্গে প্রধানমন্ত্রী সাফ জানিয়ে দেন, “ভারত কোনো ধরনের পারমাণবিক ব্ল্যাকমেইল বরদাস্ত করবে না। পারমাণবিক ঢালের আড়ালে থাকা সন্ত্রাসের ঘাঁটিতে ভারত নিখুঁতভাবে আঘাত হানবে।” ভারতের ‘মেইড ইন ইন্ডিয়া’ প্রতিরক্ষা সরঞ্জামের কার্যকারিতা নিয়েও মোদি সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, “অপারেশন সিন্দুর প্রমাণ করে দিয়েছে, মরুভূমি হোক বা পাহাড়—ভারতের আধুনিক অস্ত্রশস্ত্রের শ্রেষ্ঠত্ব এখন অপ্রতিরোধ্য।” শেষে মোদি পুনরায় সতর্ক করে বলেন, “পাকিস্তানের সরকার ও সেনাবাহিনী সন্ত্রাসকে যেভাবে উসকে দিচ্ছে, একদিন তা তাদের নিজেদের ধ্বংসের কারণ হবে। যদি তারা টিকে থাকতে চায়, তবে সন্ত্রাসের পরিকাঠামো ধ্বংস করতেই হবে। এর কোনো বিকল্প নেই।” নিজের বহুল আলোচিত মন্তব্যকে পরিমার্জন করে মোদি বলেন, “এটি যুদ্ধের যুগ নয়— এবং এটি সন্ত্রাসের যুগও নয়। সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্সই হবে একটি উন্নত বিশ্বের গ্যারান্টি।” সূত্র: এনডিটিভি

উড়ন্ত প্রাসাদ উপহার

উড়ন্ত প্রাসাদ উপহার

কাতারের রাজপরিবারের কাছ থেকে একটি বিলাসবহুল উড়োজাহাজ (বোয়িং জেট) উপহার হিসেবে নেওয়ার কথা ভাবছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যমগুলো বলছে, উপহারের উড়োজাহাজটিকে ট্রাম্প এয়ারফোর্স ওয়ান (প্রেসিডেন্টের সরকারি উড়োজাহাজ) হিসেবে ব্যবহার করবেন এবং প্রেসিডেন্টের মেয়াদ শেষে ব্যক্তিগতভাবে ব্যবহারের জন্য রেখে দেবেন।  প্রতিবেদনে উড়োজাহাজটিকে ‘উড়ন্ত রাজপ্রাসাদ’ অভিহিত করা হয়েছে। বোয়িং ৭৪৭-৮ জাম্বো জেট নামের উড়োজাহাজটি সম্ভবত মার্কিন সরকারের ইতিহাসে পাওয়া সবচেয়ে ব্যয়বহুল উপহার হতে চলেছে। যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী, দেশটির সরকারি কর্মকর্তারা কোনো রাজা, যুবরাজ বা বিদেশী রাষ্ট্র থেকে উপহার গ্রহণ করতে পারবেন না। তবে ট্রাম্প তার মেয়াদ শেষ হওয়ার পর উড়োজাহাজটি প্রেসিডেন্ট হিসেবে নিজের জন্য গড়ে তোলা সংগ্রহশালায় হস্তান্তর করে বিধানটিকে পাশ কাটিয়ে যেতে পারেন। বিশ্লেষকরা বলছেন, বোয়িং ৭৪৭-৮ জাম্বো জেটটি বছর দশকের পুরনো। এটির বাজারমূল্য ৪০ কোটি ডলার। দুটি সূত্র নিশ্চিত করেছে, প্রেসিডেন্ট দ্বিতীয় মেয়াদ শেষ হওয়ার পর বিমানটির মালিকানা ট্রাম্প প্রেসিডেন্সিয়াল লাইব্রেরি ফাউন্ডেশনে হস্তান্তর করা হবে। একটি সূত্র জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র এবং আন্তর্জাতিক আইন অনুসারে উড়োজাহাজটি গ্রহণ করা হবে। যদিও এটি গ্রহণ করতে কিছু সময় লাগবে। তবে প্রেসিডেন্টের এই সপ্তাহে কাতার সফরের সময় এটি নিয়ে আলোচনা হবে। আরেকটি সূত্র জানিয়েছে, বেশ কিছুদিন ধরেই ট্রাম্পকে এই উড়োজাহাজটি উপহার দেওয়া নিয়ে আলোচনা চলছে। সম্প্রতি আনুষ্ঠানিকভাবে প্রস্তাব দেওয়া হলে ট্রাম্প সানন্দে এটি গ্রহণ করেছেন। কাতারের বিমান উপহারের আলোচনার বিষয়টি নিশ্চিত করেছে হোয়াইট হাউসও। এক প্রশ্নের জবাবে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট বলেন, আইন মেনেই বিদেশী সরকারের কাছ থেকে উপহার গ্রহণ করা হয়। তিনি বলেন, ‘বিদেশী সরকার কর্তৃক প্রদত্ত যে কোনো উপহার সর্বদা প্রযোজ্য সকল আইন মেনে গ্রহণ করা হয়। প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসন পূর্ণ স্বচ্ছতার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ।’ ওয়াশিংটনে কাতার দূতাবাসে কর্মরত জনসংযোগ কর্মকর্তা আলি আল আনসারি বলেন, এয়ারফোর্স ওয়ান হিসেবে সাময়িক ব্যবহারের জন্য একটি উড়োজাহাজ সম্ভাব্য হস্তান্তরের বিষয়ে কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের মধ্যে আলোচনা চলছে। তবে এ বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন আল-আনসারি। প্রেসিডেন্ট ট্রাম্প চলতি সপ্তাহে কাতারসহ মধ্যপ্রাচ্যের তিন দেশ সফরে যাচ্ছেন। এ সফর চলাকালে উড়োজাহাজের বিষয়ে পরিকল্পনা ঘোষণা করা হবে। -এবিসি নিউজ

কাশ্মীরে নেই গোলাগুলি জঙ্গি বিমানের ওড়াউড়ি ঘরে ফিরছে মানুষ

কাশ্মীরে নেই গোলাগুলি জঙ্গি বিমানের ওড়াউড়ি ঘরে ফিরছে মানুষ

কিছুক্ষণ পর পর গোলাগুলি। ক্ষেপণাস্ত্র, ড্রোন ও জঙ্গি বিমানের ওড়াউড়ি, লোকজনের মৃত্যু। কিছুদিন ধরে এসব দেখে আসছিল কাশ্মীরের মানুষ। কিন্তু চিরবৈরী ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ বিরতি হওয়ায় রবিবারের রাতটি কাশ্মীরবাসীর কাছে ছিল শান্তির। হামলা-পাল্টাহামলার কোনো ঘটনা না থাকায় কাশ্মীরবাসীর মনে স্বস্তি ফিরে আসে। সোমবার ভারতীয় সেনাবাহিনী জানায়, রবিবার রাতে কাশ্মীরসহ আন্তর্জাতিক সীমান্তজুড়ে কোথাও কোনো গোলাগুলির খবর পাওয়া যায়নি। এটিই ছিল সাম্প্রতিক প্রথম ‘পুরোপুরি শান্তির’ রাত। পাক কর্তৃপক্ষও একই তথ্য দিয়েছে। পাক-ভারত যুদ্ধ বিরতির পর সোমবার প্রথমবারের মতো চেনাব নদীর বাঁধ খুলে দেয় মোদি সরকার। ফলে চেনাবের পানি ইতোমধ্যে পাকিস্তানের দিকে প্রবাহিত হচ্ছে।   সোমবার থেকে ভারত ৩২টি বিমানবন্দর পুনরায় খুলে দিয়েছে। ভারতের বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, কাশ্মীরের শ্রীনগর থেকে পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটের ভুজ পর্যন্ত ৩২টি বিমানবন্দর বেসামরিক ফ্লাইট চলাচলের জন্য সম্পূর্ণভাবে উন্মুক্ত করা হয়েছে। ভারত-পাকিস্তান তীব্র যুদ্ধ শুরু হওয়ার পর গত সপ্তাহে বিমানবন্দরগুলো বন্ধ করে দেওয়া হয়। ভারতের শীর্ষস্থানীয় বিমান সংস্থা ইন্ডিগো জানায়,  তারা পূর্বে বন্ধ থাকা রুটগুলো ধীরে ধীরে চালু করবে।

ভুয়া মুক্তিযোদ্ধা সনদের গেজেট বাতিল হলেও চাকরিতে বহাল ব্যাংক কর্মকর্তা

ভুয়া মুক্তিযোদ্ধা সনদের গেজেট বাতিল হলেও চাকরিতে বহাল ব্যাংক কর্মকর্তা

বিগত সরকারের আমলে সরকারি কর্মকর্তা-কর্মচারী যাদের বিরুদ্ধে নানা অভিযোগ ও ভুয়া সনদে চাকরি নিয়েছেন গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে সরকার।  অন্তর্বর্তীকালীন সরকারের আমলে নানা অভিযোগ ওঠা কর্মকর্তাদের বিরুদ্ধে পদক্ষেপও শুরু হয়েছে। অভিযোগ রয়েছে, বাবা মো. লুৎফর রহমানের নামে ভুয়া মুক্তিযোদ্ধা সনদ বানিয়ে মুক্তিযোদ্ধার কোটায় চাকরি পেয়ে বহাল তবিয়তে রয়েছেন পল্লী সঞ্চয় ব্যাংকের ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর মো. শাহরিয়ার রাসেল। গত ২ ফেব্রুয়ারি ২৫ তারিখে হাইকোর্ট এক রুল জারি করে জানতে চেয়েছেন রিট আবেদনকারীর আবেদন নিষ্পত্তি না করে এবং পল্লী সঞ্চয় ব্যাংক (কর্মকর্তা/কর্মচারী) চাকরি প্রবিধানমালা, ২০২২-এর বিধান অনুযায়ী পল্লী সঞ্চয় ব্যাংকের ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর মো. শাহরিয়ার রাসেলের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়া এবং বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন আইনানুগ কর্তৃত্ব ব্যতিরেকে করা হয়েছে এবং কেন তা আইনগতভাবে অকার্যকর ঘোষণা করা হবে না এই মর্মে।

হুন্ডি কমে যাওয়ায় রেমিটেন্সের উত্থান

হুন্ডি কমে যাওয়ায় রেমিটেন্সের উত্থান

রেমিটেন্স আহরণে এখন পর্যন্ত ছন্দপতন ঘটেনি। উল্টো আগের চেয়ে তেজিভাব দেখা যাচ্ছে রেমিটেন্সের ক্ষেত্রে। গেল তিন মাসে টানা প্রায় তিন বিলিয়নের কাছাকাছি রেমিটেন্স পাঠিয়েছে প্রবাসীরা। দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিটেন্সের রেকর্ড গড়ল এই অর্থবছর। ধারণা করা হয়েছিল রমজান ও ঈদকে লক্ষ্য করেই রেমিটেন্স বেশি আসছে। আসলে এই ধারণা ভুল প্রমাণিত হয়েছে।  বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে জানা যায়, সব মিলিয়ে চলতি অর্থবছরে এখন পর্যন্ত ২৫.২৭ বিলিয়ন ডলার রেমিটেন্স এসেছে, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ২৮.২ শতাংশ বেশি এবং দেশের ইতিহাসে অন্য যে কোনো সময়ের তুলনায় সর্বোচ্চ।  এদিকে, মে মাসের প্রথম সাত দিনে দেশের ব্যাংকিং চ্যানেলে ৭৩ কোটি ৫০ লাখ ডলার রেমিটেন্স এসেছে, যা গত বছর একই সময়ের তুলনায় ২২.৩ শতাংশ বেশি। গত বছর মে মাসের প্রথম সাত দিনে ৬০ কোটি ১০ লাখ ডলার রেমিটেন্স এসেছিল। এর আগে, চলতি বছরের মার্চে ৩২৮ কোটি ৯৯ লাখ ৮০ হাজার মার্কিন ডলার রেমিটেন্স এসেছে, যা মাসিক হিসাবে এ যাবৎকালে সর্বোচ্চ। এপ্রিলে মোট ২৭৫ কোটি ১৯ লাখ ডলার রেমিটেন্স এসেছে দেশে, যা দ্বিতীয় সর্বোচ্চ।