ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৪ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২

adbilive
adbilive
দাঁড়িপাল্লা প্রতীকসহ জামায়াতের নিবন্ধন পুনর্বহালের গেজেট

দাঁড়িপাল্লা প্রতীকসহ জামায়াতের নিবন্ধন পুনর্বহালের গেজেট

দাঁড়িপাল্লা প্রতীকসহ বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন পুনর্বহাল করার গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার নির্বাচন কমিশনের ওয়েবসাইটে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এই গেজেট প্রকাশ করা হয়।  এতে বলা হয়েছে, ‘রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল অর্ডার, ১৯৭২ এর আওতায় রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য উক্ত আদেশের আর্টিকেল ৯০বি এর শর্তানুযায়ী বাংলাদেশ জামায়াতে ইসলামী নামীয় দল কর্তৃক নিবন্ধনের আবেদনের প্রেক্ষিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী নামীয় দলকে নির্বাচন কমিশন সচিবালয়ের ৫ নভেম্বর, ২০০৮ তারিখের প্রজ্ঞাপনমূলে নিবন্ধন প্রদান করা হয়েছিল (নিবন্ধন নম্বর-১৪, তারিখ ০৪ নভেম্বর, ২০০৮)। যেহেতু বাংলাদেশ সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগে দায়েরকৃত রিট পিটিশন নম্বর-৬৩০/ ২০০৯ এর প্রদত্ত রায়ের সূত্রে নির্বাচন কমিশন সচিবালয়ের ২৮ অক্টোবর ২০১৮ তারিখের প্রজ্ঞাপনমূলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করা হয়। এবং সিভিল আপিল নং -১৩৯ /২০১৩ উইথ সিভিল পিটিশন ফর লিভ টু আপিল নং-৩১১২/২০১৩-এ আপিল বিভাগ কর্তৃক হাইকোর্ট বিভাগে দায়েরকৃত রিট পিটিশন নম্বর-৬৩০/ ২০০৯-এর প্রদত্ত রায় বাতিলপূর্বক দলটির নিবন্ধন পুনর্বহালের আদেশ প্রদান করা হয়েছে। সেহেতু বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সিভিল আপিল নং-১৩৯/ ২০১৩ উইথ সিভিল পিটিশন ফর লিভ টু আপিল নং-৩১১২/ ২০১৩-এর প্রদত্ত রায়ের প্রেক্ষিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী নামীয় দলের নিবন্ধন বাতিলের বিষয়ে নির্বাচন কমিশন কর্তৃক প্রকাশিত ২৮ অক্টোবর ২০১৮ তারিখের প্রজ্ঞাপনটি বাতিলক্রমে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন দলীয় প্রতীকসহ পুনর্বহাল করা হলো।

মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন লিভারপুল তারকা

মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন লিভারপুল তারকা

স্পেনের জামোরা প্রদেশের এ-৫২ মহাসড়কে গাড়ি দুর্ঘটনায় মারা গেছেন লিভারপুলের পর্তুগিজ ফরোয়ার্ড দিয়েগো জোতা। ইংল্যান্ডের ‘স্কাই স্পোর্টস’ ও স্পেনের ‘মার্কা’সহ বেশ কয়েকটি গণমাধ্যম এই তথ্য জানিয়েছে। ২৮ বছর বয়সী এই ফুটবলার তার ভাই আন্দ্রেকে নিয়ে গাড়ি চালাচ্ছিলেন। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তা থেকে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই দুই ভাইয়ের মৃত্যু হয়। পর্তুগিজ এই ফরোয়ার্ডের আকস্মিক মৃত্যুতে ফুটবলাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। জোতার মৃত্যুতে ইতোমধ্যেই শোক জানিয়েছেন পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনাল্ডো। পর্তুগালের হয়ে লম্বা সময় জোতার সঙ্গে খেলেছেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী তারকা। সতীর্থের এমন আকস্মিক মৃত্যু মেনে নিতে পারছেন না তিনি। জোতার পরিবারের প্রতিও সমবেদনা জানিয়েছেন এই তারকা ফুটবলার। সামাজিক যোগাযোমাধ্যমে দেওয়া এক পোস্টে রোনাল্ডো লিখেছেন, ‘এসবের কোনো মানে হয় না। আমরা একসঙ্গে জাতীয় দলে খেলেছি, সম্প্রতি তুমি বিয়ে করেছো। তোমার পরিবার, তোমার স্ত্রী এবং তোমার সন্তানদের প্রতি আমি সমবেদনা জানাই এবং তাদের জন্য বিশ্বের সমস্ত শক্তি কামনা করি। আমি জানি তুমি সবসময় তাদের সঙ্গে থাকবে। শান্তিতে ঘুমাও, দিয়েগো এবং আন্দ্রে। আমরা সবাই তোমাদের মিস করব।’ জোতার সদ্য সমাপ্ত মৌসুমটা শেষ হয়েছিল দুটি বড় ট্রফি জিতে। লিভারপুলের হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগ এবং পর্তুগালের হয়ে জিতেছেন উয়েফা নেশন্স লিগ। জাতীয় দল ও ক্লাবের হয়ে দুটি চ্যাম্পিয়ন্স ট্রফি পাওয়ার সুখস্মৃতি নিয়ে লিগ শেষের ছুটি কাটাচ্ছিলেন জোতা। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, স্থানীয় অগ্নিনির্বাপক কর্মীদের বরাত দিয়ে স্পেনের রাষ্ট্রায়ত্ত টিভি চ্যানেল জোতার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে। মাত্র দুই সপ্তাহ আগেই দীর্ঘদিনের প্রেমিকা রুতে কারদোসোকে বিয়ে করেন জোতা। তাদের তিনটি সন্তান রয়েছে। জোতা ও কারদোসোর সেই বিয়ের ছবিও এখনো সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরছে।

ব্যাংক একীভূত মানেই ব্যাংক বন্ধ হয়ে যাওয়া নয়

ব্যাংক একীভূত মানেই ব্যাংক বন্ধ হয়ে যাওয়া নয়

আওয়ামী লীগ সরকারের আমলে ক্ষমতার অপব্যবহার করে ব্যাংকগুলো থেকে ঋণের নামে হাজার হাজার কোটি টাকা লোপাট করা হয়েছে। বর্তমানে ওই সকল ব্যাংক চরম সংকটের মধ্যে রয়েছে। এই সংকট সমাধানে বাংলাদেশ ব্যাংক দুর্বল ব্যাংকগুলোকে সবল করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। বিশেষ করে ৫টি ইসলামী ব্যাংকে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে একীয়ভূতকরণের চেষ্টা চলছে। আমানতকারীদের উদ্দেশ্য বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জনকন্ঠকে জানান, দুর্বল ব্যাংকগুলোর সংস্কার বা একীয়ভূতকরণের বিষয়ে আতঙ্কিত  হওয়ার কোনো কারণ নেই। ব্যাংক মার্জার বা একীয়ভূতকরণ মানেই ব্যাংক বন্ধ হয়ে যাওয়া নয়। আগে একা চলতাম এখন অন্যজনকে সঙ্গে নিয়ে চলছি। তখন ওই ব্যাংকটি কিন্তু আরও দ্বিগুণ শক্তিশালী হবে।   তিনি বলেন, একজন গ্রাহক যে ব্যাংকে আমানত জমা রাখে সে কিন্তু ওই ব্যাংকের চেয়ারম্যান ও এমডিকে তা কিন্তু জানার চেষ্টার করে না। তাই গ্রাহকদের বলব, আপনাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই, কেন্দ্রীয় ব্যাংক আপনাদের সঙ্গে আছে। আপনাদের আমানত সুরক্ষিত থাকবে।   বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর জানান, বেসরকারি খাতের পাঁচটি ইসলামী ব্যাংককে খুব শীঘ্রই একীভূত করা হবে। সবগুলোকে মিলিয়ে একটি ব্যাংক করা হবে। তবে এই ব্যাংকগুলোর কর্মীদের আপাতত চাকরি হারানোর ভয় নেই। আমানতকারীদেরও কোনো ভয় বা শঙ্কা নেই। একীয়ভূতকরণ হলে ব্যাংকগুলো আরও শক্তিশালী হবে।  জানা যায়, চলতিবছরের শেষের দিকে এই নতুন ব্যাংকের উদ্বোধন করা হবে। ব্যাংকটির নাম এখনো নির্ধারণ করা হয়নি। নতুন আইনে নতুন নিয়মে করা ব্যাংকটির ডিপোজিটরদের জন্য থাকছে ব্যাপক সুযোগ সুবিধা। সরকারের পক্ষ থেকে থাকছে ২০ হাজার  কোটি টাকা ক্যাপিটাল সুবিধা। তবে প্রথম ধাপে ১০ কোটি টাকা। পরের ধাপে বাকি ১০ হাজার কোটি টাকা দেওয়া হবে।     বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে, আর্থিক সংকটে পড়া পাঁচ শরিয়াহভিত্তিক ব্যাংকের সম্মিলিত আমানত ১ লাখ ৪৬ হাজার কোটি টাকা, অথচ বিনিয়োগ ছাড়িয়ে গেছে ২ লাখ ১৫ হাজার কোটি এর মধ্যে ১ লাখ ৪৬ হাজার ৯১৮ কোটি টাকা খেলাপি, যা মোট ঋণের ৭৬ শতাংশ। ইউনিয়ন ব্যাংকের খেলাপি ৯৮ শতাংশ, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে ৯৭, গ্লোবাল ইসলামী ব্যাংকে ৯৫, সোশ্যাল ইসলামী ব্যাংকে ৬২ এবং এক্সিম ব্যাংকে ৪৮.২০ শতাংশ। ৭৭৯টি শাখা, ৬৯৮ উপশাখা, ৫১১টি এজেন্ট আউটলেট, ৯৭৫ এটিএম বুথ এবং ১৫ হাজারের বেশি জনবল নিয়ে এই পাঁচ ব্যাংক এখন বিশাল এক দায় ও ঝুঁকির পাহাড়ে দাঁড়িয়ে। ব্যাংকগুলোর একীভূত করার বিষয়ে গভর্নর বলেন, ব্যাংক কর্মকর্তাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই। প্রয়োজনে শাখাগুলো স্থানান্তর করা হবে। যেসব ব্যাংকের শাখা শহরে বেশি, সেসব ব্যাংককে গ্রামে পাঠানোর ব্যবস্থা করা যেতে পারে।  নির্বাচনের সঙ্গে ব্যাংক মার্জারের কোনো সম্পর্ক নেই। এটি একটি চলমান প্রক্রিয়া। আমরা আশা করব পরবর্তী সরকার এসে এই প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাবে। তবে নির্বাচন পর্যন্ত অপেক্ষা না করে আগামী কয়েক মাসের মধ্যেই পাঁচটি ইসলামী ব্যাংক মার্জার করা হবে।  এছাড়া অনিয়ম-দুর্নীতির কারণে সংকটে পড়া আরো ১১ ব্যাংকের সম্পদের গুণগত মান যাচাইয়ে (অ্যাসেট কোয়ালিটি রিভিউ- একিউআর) উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের তত্ত্বাবধানে বিদেশি নিরীক্ষা প্রতিষ্ঠান ধারা একিউআর করা হবে।  ব্যাংকগুলো হলো- এবি ব্যাংক, বাংলাদেশ কমার্স, আল আরাফাহ্, আইএফআইসি, ইসলামী ব্যাংক, মেঘনা, ন্যাশনাল, এনআরবি, এনআরবিসি, প্রিমিয়ার ও ইউসিবি ব্যাংক। আওয়ামী লীগ সরকারের পতনের পর এসব ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে পুনর্গঠন করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর মধ্যে গত সরকারের আমলে ইসলামী ব্যাংক ও বাংলাদেশ কমার্স ব্যাংকের নিয়ন্ত্রণ ছিল বিতর্কিত ব্যবসায়ী গ্রুপ এস আলমের হাতে। এস আলম ইসলামী ব্যাংক থেকে এক লাখ পাঁচ হাজার কোটি টাকা নামে-বেনামে ঋণ নিয়েছেন বলে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) এক তদন্তে উঠে এসেছে। গত মে মাসে দুর্বল ব্যাংক নিষ্পত্তির লক্ষ্যে ‘ব্যাংক রেজল্যুশন অধ্যাদেশ, ২০২৫’ জারি হয়। এই অধ্যাদেশের আলোকে আগামী জুলাই থেকে শুরু করে ১৫ অক্টোবরের মধ্যে একীভূতকরণের প্রথম ধাপের প্রক্রিয়া শেষ হবে। এ সময় ব্যাংকগুলোকে নিবিড় পর্যবেক্ষণে রাখবে কেন্দ্রীয় ব্যাংকের পাঁচটি টিম।  এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জনকন্ঠকে বলেন, আরো কিছু ব্যাংকের সম্পদের গুণগত মান যাচাই করা হবে। সম্পদ মান যাচাই করা মানে একীভূত নয়। আসলে ব্যাংকগুলোর সম্পদের মান কী অবস্থায় আছে তা দেখার জন্য একিউআর করা। এ বিষয়ে বিশ্বব্যাংকের ঢাকা অফিসের সাবেক মুখ্য অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন  বলেন, আমরা শুনেছি এই ব্যাংকগুলো থেকে আমানতকারিরা টাকা তুলে নিচ্ছে, এটি উদ্বগের বিষয়। আপাতত দৃশ্যমান কিছু কাজ করে গ্রাহকদের মাঝে আস্থা ফিরিয়ে আনতে হবে।

বাংলাদেশ-পাকিস্তানের ব্যবসায়ীদের মধ্যে যৌথ বাণিজ্যের উদ্যোগ

বাংলাদেশ-পাকিস্তানের ব্যবসায়ীদের মধ্যে যৌথ বাণিজ্যের উদ্যোগ

বাংলাদেশ-পাকিস্তানের ব্যবসায়ীদের মধ্যে যৌথ বাণিজ্যের উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে এদেশের ওষুধ, সার্জিক্যাল পণ্য ও যন্ত্রাংশসহ ইলেক্ট্রনিকস পণ্য এবং শিল্পের মধ্যবর্তী যন্ত্রাংশ খাতে বিপুল বাণিজ্য সম্ভাবনা দেখছেন বাংলাদেশ এবং পাকিস্তানের ব্যবসায়ী ও উদ্যোক্তারা। এক্ষেত্রে জয়েন্ট ভেঞ্চার বা যৌথ বাণিজ্য উদ্যোগ বড় সুফল বয়ে আনতে পারে বলে আশাবাদী উভয়পক্ষ। বৃহস্পতিবার সকালে রাজধানীর মতিঝিলে স্থানীয় ব্যবসায়ী এবং ঢাকায় সফররত পাকিস্তানের ব্যবসায়ী প্রতিনিধি দলের মধ্যে অনুষ্ঠিত এক নেটওয়ার্কিং সভায় এসব কথা উঠে এসেছে। উক্ত সভার আয়োজন করে দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)। সভায় সভাপতিত্ব করেন এফবিসিসিআইর প্রশাসক মো. হাফিজুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত পাকিস্তান হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার মুহাম্মদ ওয়াসিফ।

সকালে সোশ্যাল মিডিয়া স্ক্রল না করে প্রযুক্তিকে কীভাবে ইতিবাচকভাবে ব্যবহার করবেন

সকালে সোশ্যাল মিডিয়া স্ক্রল না করে প্রযুক্তিকে কীভাবে ইতিবাচকভাবে ব্যবহার করবেন

দিনের শুরুটাই যদি হয় ইতিবাচক, তাহলে তার প্রভাব থাকে সারা দিনের উপর। অথচ অনেকেই সকাল ঘুম থেকে উঠে প্রথম কাজটাই করেন ফোন হাতে নেওয়া এবং সোশ্যাল মিডিয়ায় চোখ রাখা। কে কী খাচ্ছে, কোথায় ঘুরছে, কে কী বলেছে – এসব জানার জন্য ঘুমভাঙা চোখে শুরু হয় একটানা স্ক্রল। এই অভ্যাসটা যতটাই সাধারণ, এর প্রভাব ততটাই নেতিবাচক। সকালে মস্তিষ্ক থাকে সবচেয়ে সতেজ, সেদিকে নেতিবাচক বা অপ্রয়োজনীয় তথ্যের বন্যা বইয়ে দিলে দিনটা শুরু হয় দুশ্চিন্তা আর অস্থিরতা দিয়ে। তাই প্রযুক্তিকে ব্যবহার করুন, কিন্তু নিজের উপকারের জন্য। কীভাবে?