ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৩ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

adbilive
adbilive
যুদ্ধবিরতির মাঝেও উত্তপ্ত কথার লড়াই ভারত-পাকিস্তানের

যুদ্ধবিরতির মাঝেও উত্তপ্ত কথার লড়াই ভারত-পাকিস্তানের

ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পাকিস্তানকে `সন্ত্রাসবাদের বিশ্ববিদ্যালয়` হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, বাহাওয়ালপুর ও মুরিদকের মতো স্থানে সন্ত্রাসী কার্যক্রম প্রশিক্ষণ দেওয়া হয়, যা আন্তর্জাতিক সন্ত্রাসবাদের কেন্দ্র হিসেবে পরিচিত। মোদি আরও বলেন, পাকিস্তান যদি সন্ত্রাসী কার্যক্রম বন্ধ না করে, তবে ভারত পুনরায় সামরিক পদক্ষেপ নিতে প্রস্তুত। অপরদিকে, পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ মোদিকে `বিশ্বের সবচেয়ে বড় স্বীকৃত সন্ত্রাসী` হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি বলেন, ভারত কেবল দেশে নয়, বিদেশেও সন্ত্রাসবাদ ছড়িয়েছে, এমনকি কানাডায় শিখ সম্প্রদায়ের নেতাদের টার্গেট করেছে। আসিফের দাবি, ভারত পাকিস্তানে অস্থিতিশীলতা সৃষ্টির জন্য নিষিদ্ধ জঙ্গি সংগঠনগুলোকে সহায়তা দিয়ে এসেছে। 

ভুয়া মুক্তিযোদ্ধা সনদের গেজেট বাতিল হলেও চাকরিতে বহাল ব্যাংক কর্মকর্তা

ভুয়া মুক্তিযোদ্ধা সনদের গেজেট বাতিল হলেও চাকরিতে বহাল ব্যাংক কর্মকর্তা

বিগত সরকারের আমলে সরকারি কর্মকর্তা-কর্মচারী যাদের বিরুদ্ধে নানা অভিযোগ ও ভুয়া সনদে চাকরি নিয়েছেন গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে সরকার।  অন্তর্বর্তীকালীন সরকারের আমলে নানা অভিযোগ ওঠা কর্মকর্তাদের বিরুদ্ধে পদক্ষেপও শুরু হয়েছে। অভিযোগ রয়েছে, বাবা মো. লুৎফর রহমানের নামে ভুয়া মুক্তিযোদ্ধা সনদ বানিয়ে মুক্তিযোদ্ধার কোটায় চাকরি পেয়ে বহাল তবিয়তে রয়েছেন পল্লী সঞ্চয় ব্যাংকের ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর মো. শাহরিয়ার রাসেল। গত ২ ফেব্রুয়ারি ২৫ তারিখে হাইকোর্ট এক রুল জারি করে জানতে চেয়েছেন রিট আবেদনকারীর আবেদন নিষ্পত্তি না করে এবং পল্লী সঞ্চয় ব্যাংক (কর্মকর্তা/কর্মচারী) চাকরি প্রবিধানমালা, ২০২২-এর বিধান অনুযায়ী পল্লী সঞ্চয় ব্যাংকের ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর মো. শাহরিয়ার রাসেলের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়া এবং বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন আইনানুগ কর্তৃত্ব ব্যতিরেকে করা হয়েছে এবং কেন তা আইনগতভাবে অকার্যকর ঘোষণা করা হবে না এই মর্মে।