ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৩ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

অন্তর্বর্তীকালীন সরকারের আরেক সাফল্য: বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আগ্রহী ডেনমার্ক

প্রকাশিত: ০৮:১৭, ১৩ মে ২০২৫; আপডেট: ০৮:১৮, ১৩ মে ২০২৫

অন্তর্বর্তীকালীন সরকারের আরেক সাফল্য: বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আগ্রহী ডেনমার্ক

ছবি: সংগৃহীত

বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেছে ডেনমার্ক। বিশেষ করে তৈরি পোশাক খাত, বন্দর উন্নয়ন, জ্বালানি ও পানি সম্পদ ব্যবস্থাপনায় আরও বিনিয়োগ করতে চায় দেশটি।

সোমবার সকালে রাষ্ট্রীয় অতিথিভবন পদ্মায় দুই দেশের প্রতিনিধিদের বৈঠক শেষে এ তথ্য জানান সফররত ডেনমার্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া বিষয়ক মহাপরিচালক রাষ্ট্রদূত থমাস লুন্ড সোরেনসেন। বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম ইউরোপ ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বিভাগের মহাপরিচালক আব্দুল হাসান মৃধা।

বৈঠক শেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সহযোগিতার অংশ হিসেবে পাঁচ মিলিয়ন মার্কিন ডলার সহায়তার ঘোষণা দিয়েছে ডেনমার্ক।

পরে দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র সচিবের সঙ্গে সাক্ষাৎ করেন ডেনমার্ক প্রতিনিধি দল। আলোচনায় উঠে আসে ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ এবং রোহিঙ্গা সংকট প্রসঙ্গ।

রাষ্ট্রদূত সোরেনসেন বলেন, “আমরা বহু বছর ধরে বাংলাদেশের অন্যতম অংশীদার। অনেক ড্যানিশ কোম্পানি তৈরি পোশাকসহ বিভিন্ন খাতে সক্রিয়ভাবে কাজ করছে। বর্তমানে আমরা পানি সম্পদ ব্যবস্থাপনা, জ্বালানি এবং বন্দর অবকাঠামো উন্নয়নে বিনিয়োগে আগ্রহী।”

 

সূত্র: https://www.youtube.com/watch?v=C94Zr8_nBT4

এএইচএ

×