ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৩ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

টাকার অভাবে বিয়ে করতে পাচ্ছেন না সালমান খান!

টাকার অভাবে বিয়ে করতে পাচ্ছেন না সালমান খান!

৫৯ বছর বয়সী বলিউড সুপারস্টার সালমান খান এখনও অবিবাহিত। যেখানে তাঁর সমবয়সী সহকর্মীদের কেউ সংসার গুছিয়ে ফেলেছেন, কেউ আবার নাতি-নাতনির মুখ দেখেছেন, সেখানে 'ভাইজান' এখনও সিঙ্গেল। সালমানের বিয়ে না হওয়ার পেছনে প্রেমে ব্যর্থতা, কিংবা দুই ভাইয়ের (অরবাজ ও সোহেল খান) বিবাহবিচ্ছেদের প্রভাব — নানা রকম জল্পনা দীর্ঘদিন ধরেই চলছিল। তবে বিয়ে না করার প্রকৃত কারণ সালমান নিজেই প্রকাশ করেছিলেন বছর কয়েক আগে। ২০১৮ সালের এক গ্লোবাল সামিটে উপস্থিত হয়ে বিয়ে নিয়ে করা এক প্রশ্নের উত্তরে অভিনেতা বলেন এমন কিছু, যা শুনে হাসির রোল পড়ে গিয়েছিল পুরো অনুষ্ঠানে। মজার ছলে সালমান বলেছিলেন, “আমার কাছে এত টাকা কই? আমার বাবার বিয়েতে খরচ হয়েছিল মাত্র ১৮০ টাকা। কিন্তু এখন বিয়ে মানেই বিশাল অনুষ্ঠান, কোটি কোটি টাকা খরচ হয়। এত বড় খরচের সামর্থ্য আমার নেই বলেই এখনও বিয়ে করা হয়ে ওঠেনি!” সালমান আরও বলেন, “আমি সুরজ বরজাতিয়াকে অনেকবার বলেছিলাম, সিনেমায় বিয়েকে এত বড় করে না দেখাতে। 'ম্যানে পেয়ার কিয়া', 'হাম সাথ সাথ হ্যায়'-এর মতো সিনেমায় বিয়ে নিয়ে যা দেখানো হয়েছে, তাতেই বিয়েটা মানুষের কাছে বিশাল একটা ফাংশনে পরিণত হয়েছে।” প্রেম নিয়ে সালমানের জীবনে জল্পনা-কল্পনার অভাব ছিল না। ঐশ্বরিয়া রাই বচ্চন থেকে ক্যাটরিনা কাইফ— একাধিক সম্পর্কের গুঞ্জন শোনা গেছে, কিন্তু কোনোটাই স্থায়ী হয়নি। বর্তমানে রোমানিয়ান অভিনেত্রী ও টিভি উপস্থাপিকা ইউলিয়া ভান্তুরের সঙ্গে তাঁর সম্পর্ক রয়েছে বলেও বলিউড মহলে গুঞ্জন শোনা যাচ্ছে। তবে এই সম্পর্ক আদৌ বিয়েতে গড়াবে কি না, তা নিয়েও অনিশ্চয়তা থেকেই যাচ্ছে। সত্যি কি শুধুই টাকার অভাব, নাকি এর পেছনে আছে আরও না বলা গল্প? উত্তরটা হয়তো এখনও বলিউড ভাইজান নিজের মধ্যেই লুকিয়ে রেখেছেন।

ভুয়া মুক্তিযোদ্ধা সনদের গেজেট বাতিল হলেও চাকরিতে বহাল ব্যাংক কর্মকর্তা

ভুয়া মুক্তিযোদ্ধা সনদের গেজেট বাতিল হলেও চাকরিতে বহাল ব্যাংক কর্মকর্তা

বিগত সরকারের আমলে সরকারি কর্মকর্তা-কর্মচারী যাদের বিরুদ্ধে নানা অভিযোগ ও ভুয়া সনদে চাকরি নিয়েছেন গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে সরকার।  অন্তর্বর্তীকালীন সরকারের আমলে নানা অভিযোগ ওঠা কর্মকর্তাদের বিরুদ্ধে পদক্ষেপও শুরু হয়েছে। অভিযোগ রয়েছে, বাবা মো. লুৎফর রহমানের নামে ভুয়া মুক্তিযোদ্ধা সনদ বানিয়ে মুক্তিযোদ্ধার কোটায় চাকরি পেয়ে বহাল তবিয়তে রয়েছেন পল্লী সঞ্চয় ব্যাংকের ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর মো. শাহরিয়ার রাসেল। গত ২ ফেব্রুয়ারি ২৫ তারিখে হাইকোর্ট এক রুল জারি করে জানতে চেয়েছেন রিট আবেদনকারীর আবেদন নিষ্পত্তি না করে এবং পল্লী সঞ্চয় ব্যাংক (কর্মকর্তা/কর্মচারী) চাকরি প্রবিধানমালা, ২০২২-এর বিধান অনুযায়ী পল্লী সঞ্চয় ব্যাংকের ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর মো. শাহরিয়ার রাসেলের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়া এবং বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন আইনানুগ কর্তৃত্ব ব্যতিরেকে করা হয়েছে এবং কেন তা আইনগতভাবে অকার্যকর ঘোষণা করা হবে না এই মর্মে।