ঢাকা, বাংলাদেশ   সোমবার ১২ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

adbilive
adbilive
আকাশ-অন্তরার নতুন গান

আকাশ-অন্তরার নতুন গান

এ সময়ের শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী আকাশ মাহমুদ। এই সংগীতশিল্পীর প্রায় সকল গান দর্শক মহলে বেশ সাড়া ফেলেছে। আকাশ নিজে যেমন ভালো গান গাইতে পারেন ঠিক তেমনি দারুণ সুরও করেন। সংগীতায়োজনের কাজেও অনবদ্য তিনি। সেই সাফল্যে উজ্জীবিত হয়েই নিয়মিত গান করে যাচ্ছেন তিনি। তারই ধারাবাহিকতায় সম্প্রতি স্বনামধন্য অডিও প্রযোজনা প্রতিষ্ঠান গ্লোবাল গ্লাস ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে আকাশের কণ্ঠে ‘প্রেমিক স্বৈরাচার’ শিরোনামের নতুন গান। এতে তার সঙ্গে দ্বৈতভাবে গেয়েছেন অন্তরা কথা। নতুন গান প্রসঙ্গে আকাশ মাহমুদ বলেন, গানের কথা দারুণ। বরাবরের মতো এবারও চেষ্টা করেছি শ্রোতাদের ভালো একটি গান উপহার দেওয়ার। আশা করছি, গান-ভিডিও সবার ভালো লাগবে। কণ্ঠশিল্পী অন্তরা কথা বলেন, গানের কথাগুলো ভালো লেগছে। আকাশ মাহমুদের সঙ্গে কাজ করেছি। মিউজিক ভিডিওতে আমাদের দু’জনের রসায়নটা দারুণ ছিল। বর্তমান সময়ের দর্শকের কথা মাথায় রেখে এর দৃশ্যধারণ হয়েছে। আশা রাখছি, সবার গান-ভিডিও ভালো লাগবে।  রিপন মাহমুদের কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন আকাশ নিজেই। গানের কথার সঙ্গে মিল রেখে মিউজিক ভিডিও নির্মিত হয়েছে। গানটি কোরিওগ্রাফি করেছেন গৌরব গোগো এবং পরিচালনা করেছেন আশিক মাহমুদ। ভিডিওতে মডেল হয়েছেন আকাশ মাহমুদ ও অন্তরা কথা। প্রযোজনা করেছেন জাবের আহমেদ।

যুদ্ধ বন্ধের ইঙ্গিত পুতিনের

যুদ্ধ বন্ধের ইঙ্গিত পুতিনের

ইউক্রেনের সঙ্গে সরাসরি আলোচনা করার প্রস্তাব দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন। তিনি বলেন, আমরা অবিলম্বে আলোচনা শুরু করতে চাই। এটি ১৫ মে থেকেই শুরু হতে পারে। রবিবার টেলিভিশনে দেওয়া ভাষণে পুতিন বলেন, আমরা ইউক্রেনের সঙ্গে গুরুতর আলোচনার জন্য প্রস্তুত। সংঘাতের মূল কারণগুলোর সমাধান করা এবং একটি দীর্ঘমেয়াদি ও টেকসই শান্তি প্রতিষ্ঠায় পৌঁছানোই আমাদের লক্ষ্য। খবর আরটির। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁসহ ইউরোপীয় নেতারা ইউক্রেন সফর এবং রাশিয়াকে আগামী সোমবার থেকে যুদ্ধবিরতির জন্য ৩০ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার জন্য আল্টিমেটাম দেওয়ার কয়েক ঘণ্টা পর পুতিন এই প্রস্তাব দিলেন। ইতিহাসে প্রথমবারের মতো ইউক্রেনে একসঙ্গে পা রাখেন ইউরোপের চার প্রধান দেশের শীর্ষ নেতারা। কিয়েভে দাঁড়িয়ে রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনকে স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, সোমবারের মধ্যে যুদ্ধ থামাতে হবে।

স্যানিটেশন ও সুপেয় পানির জন্য ৩৪০০ কোটি দেবে বিশ্বব্যাংক

স্যানিটেশন ও সুপেয় পানির জন্য ৩৪০০ কোটি দেবে বিশ্বব্যাংক

চট্টগ্রামে উন্নত স্যানিটেশন ও সুপেয় পানি সরবরাহ ব্যবস্থার জন্য ৩ হাজার ৪০০ কোটি টাকা দেবে বিশ্বব্যাংক। চট্টগ্রাম ওয়াটার সাপ্লাই ডেভেলপমেন্ট প্রজেক্টে ২৮ কোটি ডলার দেবে সংস্থাটি। প্রতি ডলার সমান ১২১ দশমিক ৪৩ টাকা ধরে বাংলাদেশী মুদ্রায় এর পরিমাণ ৩ হাজার ৪০০ কোটি টাকা। শনিবার অর্থনৈতিক সম্পর্ক বিভাগে এ বিষয়ে বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের মধ্যে ঋণচুক্তি সই হয়েছে। বাংলাদেশ সরকারের পক্ষে ইআরডি সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী ও বিশ্বব্যাংকের পক্ষে ঢাকায় নিযুক্ত বিশ্বব্যাংকের ভারপ্রাপ্ত আবাসিক প্রধান গেইল এইচ মার্টিন চুক্তিতে সই করেন। প্রকল্পটি ৩১ ডিসেম্বর ২০৩০ পর্যন্ত বাস্তবায়িত হবে।