ঢাকা, বাংলাদেশ   সোমবার ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

দিল্লির গোলামির জিঞ্জির ছিন্ন করেছি, ওয়াশিংটন কিংবা মস্কোর দাসত্ব করতে নয়: আসিফ মাহমুদ

প্রকাশিত: ২৩:১৮, ১১ মে ২০২৫; আপডেট: ০০:১৪, ১২ মে ২০২৫

দিল্লির গোলামির জিঞ্জির ছিন্ন করেছি, ওয়াশিংটন কিংবা মস্কোর দাসত্ব করতে নয়: আসিফ মাহমুদ

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক রাজনীতি ও বাংলাদেশের অবস্থান নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার ঝড় তুলেছেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। নিজের ব্যক্তিগত ফেসবুক স্ট্যাটাসে তিনি লেখেন, "দিল্লীর গোলামির জিঞ্জির ছিন্ন করেছি পিন্ডির দাসত্ব করতে নয়। ওয়াশিংটন কিংবা মস্কোর দাসত্ব করতেও নয়।"  

তার এই মন্তব্যকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ এটি বাংলাদেশের স্বাধীন ও সার্বভৌম অবস্থানের পক্ষে সাহসী বার্তা হিসেবে দেখছেন, আবার কেউ কেউ বিষয়টিকে কূটনৈতিকভাবে স্পর্শকাতর হিসেবে বিবেচনা করছেন।   

রিফাত

×