ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৩ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

নেত্রকোনায় র‍্যাবের অভিযানে হত্যা মামলার আসামী গ্রেপ্তার

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা

প্রকাশিত: ১৮:৫১, ১২ মে ২০২৫

নেত্রকোনায় র‍্যাবের অভিযানে হত্যা মামলার আসামী গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

নেত্রকোনার মদন উপজেলার মাহড়া ফকিরবাড়ি গ্রামের মাজহারুল ইসলাম মাজু হত্যা মামলার অন্যতম আসামী রতন ফকিরকে (৪৫) গ্রেপ্তার করেছে র‍্যাব। র‍্যাব-১৪ (সিপিসি-২) এর একটি আভিযানিক দল রোববার রাত দেড়টার দিকে পাশ্ববর্তী কেন্দুয়া উপজেলার বাদে কেন্দুয়া (দুলাইন) এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। রতন ফকির মাহড়া ফকিরবাড়ি গ্রামের মৃত মিজাজ আলীর ছেলে।

র‍্যাব-১৪ (সিপিসি-২) এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মোঃ আশরাফুল কবির এসব তথ্য নিশ্চিত করেছেন।

র‍্যাব সূত্র জানায়, মাজহারুল ইসলাম মাজুর সঙ্গে রতন ফকিরসহ অন্যান্য আসামীদের পাওনা টাকা সংক্রান্ত বিরোধ চলছিল। গত ২৯ মার্চ মাজহারুল ইসলাম মাজু স্থানীয় সিংহেরবাজার থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। বাড়ির কাছাকাছি কাঁচা রাস্তায় পৌঁছামাত্রই আসামীরা পূর্ব পরিকল্পিতভাবে তার ওপর অতর্কিতে হামলা চালায়। হামলাকারীদের ধারালো অস্ত্রের আঘাতে তিনি গুরুতর আহত হন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৪ এপ্রিল সকালে তিনি মারা যান।

এ ঘটনায় মাজহারুল ইসলাম মাজুর ছোটভাই আজিজুল ফকির বাদী হয়ে মদন থানায় হত্যা মামলা দায়ের করেন। র‍্যাব কর্মকর্তা জানান, আসামী রতন ফকিরকে সোমবার দুপুরে মদন থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আসিফ

×