ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৩ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

ইরানি মন্ত্রীকে কটূক্তি, দিল্লি-তেহরান সম্পর্কে উত্তেজনা

প্রকাশিত: ০০:২৪, ১২ মে ২০২৫; আপডেট: ০০:২৬, ১২ মে ২০২৫

ইরানি মন্ত্রীকে কটূক্তি, দিল্লি-তেহরান সম্পর্কে উত্তেজনা

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিকে নিয়ে এক ভারতীয় ইউটিউবার কটূক্তি করায় কূটনৈতিক উত্তেজনা ছড়িয়েছে দিল্লি-তেহরান সম্পর্কে। ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে গালি দেন ভারতীয় ইউটিউবার এবং সাবেক সেনা কর্মকর্তা গৌরব আরিয়া। ভারত পাকিস্তানের মধ্যকার চলমান সহিংসতা বন্ধে আলোচনার জন্য ইসলামাবাদ সফর করেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী আরাগচি। যাকে কেন্দ্র করে ইউটিউবে নিজের বানানো ভিডিওতে পররাষ্ট্রমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন গৌরব।

এ বিষয়ে আপত্তি এবং নিন্দা জানায় ইরান। সোশ্যাল হ্যান্ডেল এক্স এ, এই ইস্যুতে পোস্ট করে ভারতের ইরান দূতাবাস। এ ঘটনায় তোলপাড় শুরু হয় ভারতীয় পররাষ্ট্র দফতরে। ইরানের ভারতীয় দূতাবাস জানায়, গৌরব আরিয়ার মন্তব্যের সাথে  দিল্লির কোনো সম্পৃক্ততা নেই।

 

সূত্রঃ https://youtu.be/7E59x_QwbmY?si=cyLQ8av7gYtjlvx3

রিফাত

×