
ছবিঃ সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারী বলেছেন, দক্ষিণ এশিয়ায় আমরা আমাদের স্বতন্ত্র পরিচয় রক্তের মাধ্যমে অর্জন করেছি।
রবিবার (১১ মে) তিনি তাঁর ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে এক স্ট্যাটাসে এ কথা বলেন।
তিনি তাঁর পোস্টে বলেন, সাতচল্লিশে উপনিবেশবিরোধী, একাত্তরে স্বাধীন রাষ্ট্র এবং চব্বিশের ফ্যাসিবাদবিরোধী ও আঞ্চলিক আধিপত্যবাদ বিরোধী ধারাবাহিক সংগ্রাম আমাদের স্বতন্ত্র পরিচয় নির্মাণ করেছে। আমাদের রাজনৈতিক জনগোষ্ঠীর পরিগঠনে এই তিনটি হিস্টরিকাল ইভেন্টের গুরুত্ব অপরিসীম।
তিনি আরও বলেন, স্বাধীনতা, গনতন্ত্র ও নাগরিক মর্যাদা সুনিশ্চিত করার যে রাজনৈতিক লড়াই আমাদের জনগোষ্ঠী অংশগ্রহণ করেছে তার বিরোধীতায় ক্ষমতাশীলদের সাথে দমন পীড়ন ও গণহত্যায় শরিক হয়েছিল তাদের দোসর কোলাবরেটররা। এই কোলাবরেটরদের অনেকেই তাদের কৃতকর্মের দায় স্বীকার না করে রাজনৈতিক আস্ফালন ও বাড় বাড়ন্ত দেখিয়ে আসছে। এই ধরনের উল্লস্ফন সরাসরি নির্যাতিত জনগণের প্রতিরোধ ও রক্তের সাথে মশকারি।
সবশেষে তিনি বলেন, আমরা যদি শহিদের রক্তের মর্যাদা রক্ষা ও নতুন রাজনৈতিক পরিসর বির্নিমাণ করতে চাই তাহলে একাত্তর থেকে চব্বিশে যারা গণহত্যায় অংশগ্রহণ ও সহযোগিতা করেছে তাদের রাজনীতিকে কঠিন করে তুলতে হবে।
ইমরান