ঢাকা, বাংলাদেশ   সোমবার ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

আমি চেঁচিয়ে কথা বললে লোকজন একজনের সঙ্গে মিল পায়: খালেদ মুহিউদ্দীন

প্রকাশিত: ২২:৩৫, ১১ মে ২০২৫

আমি চেঁচিয়ে কথা বললে লোকজন একজনের সঙ্গে মিল পায়: খালেদ মুহিউদ্দীন

ছবিঃ সংগৃহীত

আমি চেঁচিয়ে কথা বললে লোকজন একজনের সঙ্গে মিল পায় বলে মন্তব্য করেছেন প্রবাসী সাংবাদিক খালেদ মুহিউদ্দীন। তার টকশো ঠিকানার একটি এপিসোডে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ওই চ্যানেলটা আমি কখনোই দেখি নাই, আমি একটু চেঁচিয়ে কথা বললে মানুষ একজনের সাথে মিল পায় এটা বলে। আমি ওনাকে জীবনে দেখি নাই, দেখতে চাইও না। 

কিন্ত যেই কথা দিয়ে শুরু হয়েছিল এটা, বেলুচিস্তান স্বাধীন হয়ে গেছে। এটা দুই-একটা ভারতীয় গণমাধ্যমকে উদ্ধৃত করে আমার চোখের সামনে আসলো। আমি ভারতীয় গণমাধ্যমের কাস্টমার না, তাও আসলো। 

এরপর খালেদ মহিউদ্দিনের টকশো'র একজন অতিথি বলেন, আমিও জানি না এটা কোন চ্যানেল। আমি কখনো দেখিনি এটা। কিন্ত যেই করে থাকুক তাদের শিক্ষার অভাব রয়েছে। এটা বাংলা সাংবাদিকতায় খুব বেশি দেখা যাচ্ছে এখন। তার কারণও আছে, আজ থেকে ২০-৩০ বছর আগে যে ধরনের বেতন দেয়া হতো আজকে তার ৩ ভাগের এক ভাগ দেয়া হচ্ছে।

 

সূত্রঃ https://www.facebook.com/share/r/1Ksd6ZX3LK/

রিফাত

×