ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৩ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

এই পৃথিবীতে শ্রেষ্ঠ চালাকের দেশ ভারত: কাদের সিদ্দিকী

প্রকাশিত: ০০:৪৯, ১২ মে ২০২৫

এই পৃথিবীতে শ্রেষ্ঠ চালাকের দেশ ভারত: কাদের সিদ্দিকী

ভারত-পাকিস্তান যুদ্ধ হতে পারে না। যুদ্ধ হলে এমন ভয়াবহ হবে, সারা পৃথিবীতে তার প্রভাব পড়বে বলে মন্তব্য করেছেন, কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী।

রবিবার (১১ মে) দুপুরে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ছাতীহাটি গ্রামে এলাকার মানুষের সঙ্গে সাক্ষাৎ করতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

কাদের সিদ্দিকী বলেন, এখনকার দিনে যুদ্ধ কোনও ছেলেখেলা না। দুই একটা গুলি ছোড়া এক না। ভারত-পাকিস্তান যুদ্ধ হতে পারে না। যুদ্ধ হলে এমন ভয়াবহ হবে, সারা পৃথিবীতে তার প্রভাব পড়বে। ভারত সরকার তাদের দেশের মানুষের নজরে ভালো হওয়ার জন্যে যা করেছে, অনেকের কাছে ধরাও পড়েছে। এগুলো রাজনীতি না।

কাদের সিদ্দিকী আরো বলেন, ভারত মহাচালাকের দেশ, এই পৃথিবীতে শ্রেষ্ঠ চালাকের দেশ ভারত। তারা কেন ছেলেখেলা করবে। বর্তমান সরকার, যারা যুদ্ধ যুদ্ধ খেলায় তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। ভারতের মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। যুদ্ধ হলে সারা পৃথিবী ক্ষতিগ্রস্ত হবে। আমরা নিকটবর্তী প্রতিবেশী, আমাদের ওপর অবশ্যই প্রভাব পড়বে।’

ফুয়াদ

আরো পড়ুন  

×