ঢাকা, বাংলাদেশ   সোমবার ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

মোশাররফ করিমের পর্দার নতুন রূপ! ‘বোহেমিয়ান ঘোড়া’ শিগগিরই আসছে

প্রকাশিত: ১৯:৩২, ১১ মে ২০২৫

মোশাররফ করিমের পর্দার নতুন রূপ! ‘বোহেমিয়ান ঘোড়া’ শিগগিরই আসছে

অবশেষে আসছে দীর্ঘ প্রতীক্ষিত সিরিজ ‘বোহেমিয়ান ঘোড়া’। শিগগিরই এই সিরিজটি মুক্তি পাবে জনপ্রিয় ডিজিটাল প্ল্যাটফর্ম হইচইতে। অমিতাভ রেজা চৌধুরী পরিচালিত এই সিরিজটি কমেডি ঘরানার, এবং এতে মূল চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। এছাড়া তার সঙ্গে সিরিজে অভিনয় করেছেন এক ঝাঁক তরুণ ও অভিজ্ঞ অভিনেত্রী।

এ সিরিজে মোশাররফ করিমের পাশাপাশি অভিনয় করেছেন তানজিকা আমিন, রুনা খান, মৌসুমী হামিদ, সাদিয়া আয়মান, জুই করিম, ফারহানা হামিদ, অদিতি ও বৃষ্টি।

‘বোহেমিয়ান ঘোড়া’-তে তার চরিত্র ট্রাক ড্রাইভার আব্বাস একদম আলাদা। এই সিরিজে তার চরিত্রটি হইচই দর্শকদের জন্য হতে যাচ্ছে এক দারুণ চমক।

মোশাররফ করিম তার চরিত্র নিয়ে বলেন, “অমিতাভ রেজার সঙ্গে এটি আমার প্রথম কাজ। দুর্দান্ত গল্প এবং চরিত্রের কারণে আমি এই সিরিজের সাথে যুক্ত হতে পেরেছি। হইচইয়ের সাথে আমার দীর্ঘ সম্পর্ক রয়েছে, তাই এই সিরিজের প্রতি আমার অনেক প্রত্যাশা। আমি বিশ্বাস করি, দর্শকরা ‘বোহেমিয়ান ঘোড়া’তে কিছু নতুন এবং বিশেষ পাবে।”

এতদিনের অপেক্ষা শেষে, ‘বোহেমিয়ান ঘোড়া’ সিরিজটি যে দর্শকদের জন্য এক নতুন দারুণ অভিজ্ঞতা হতে যাচ্ছে, তা নিয়ে সকলেই বেশ উচ্ছ্বসিত।

রাজু

×