
ছবি: সংগৃহীত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক আমির মতিউর রহমান নিজামীর ছেলে নাজিউর রহমান মোমেন বলেছেন, “এক বছর পেরিয়ে গেলেও জুলাইয়ের গণহত্যার বিচার হয়নি। বরং আজও সেই ফ্যাসিবাদ আমাদের চোখ রাঙাচ্ছে।”
শনিবার (১৯ জুলাই) রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর আয়োজিত জাতীয় সমাবেশে তিনি এসব কথা বলেন।
নাজিউর রহমান মোমেন বলেন, “যারা দেশের আলেম-ওলামাদের রক্তে হাত রঞ্জিত করেছিল, তারা আজ ইতিহাসের দায়ে পালিয়ে বেড়াচ্ছে। জাতি এখন এক কঠিন সংকটের মুখে দাঁড়িয়ে। এমন সময় দরকার সঠিক নেতৃত্ব ও ঐক্যবদ্ধ কণ্ঠস্বর। আমরা আজ অপেক্ষা করছি জামায়াতে ইসলামীর আমিরের দিকনির্দেশনামূলক ভাষণের জন্য, যা হবে একটি ফ্যাসিবাদমুক্ত, ন্যায়ের ভিত্তিতে বাংলাদেশ গড়ার রূপরেখা।”
তিনি বলেন, “আমার শহীদ পিতা মতিউর রহমান নিজামী ও শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীসহ অনেককে ষড়যন্ত্র করে হত্যা করা হয়েছে। কিন্তু তাদের রক্ত বৃথা যায়নি। আজ সেই রক্ত থেকে হাজারো নিজামী, হাজারো সাঈদীর জন্ম হয়েছে। যাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছিল, আজ তারা আর দেশে নেই, পালিয়ে ভারতে আশ্রয় নিতে হয়েছে।”
নাজিউর রহমান আরও বলেন, “আমরা এক বছর আগেও ভাবিনি সোহরাওয়ার্দী উদ্যানে এভাবে সমাবেশ করতে পারব। এটা আল্লাহর রহমত যে আমরা আজ একত্রিত হতে পেরেছি। আমি গভীর শ্রদ্ধায় স্মরণ করছি শহীদ অধ্যাপক গোলাম আজম, শহীদ নিজামী, শহীদ সাঈদী, শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, শহীদ আবদুল কাদের মোল্লা, শহীদ সালাহউদ্দিন কাদের চৌধুরীসহ যাদেরকে ষড়যন্ত্রমূলকভাবে হত্যা করা হয়েছে।”
তিনি বলেন, “ভারতীয় আধিপত্যবাদ ও ফ্যাসিবাদী আওয়ামী শক্তি এই নেতাদেরকে মিথ্যা অভিযোগে হত্যা করেছে। কিন্তু তারা ইতিহাসকে থামাতে পারেনি। আজকের ছাত্রজনতা সেই অন্যায়ের প্রতিবাদে জেগে উঠেছে।”
নাজিউর রহমান বলেন, “আমি আজ বক্তৃতা দিতে আসিনি, এসেছি জামায়াতের দিকনির্দেশনা শুনতে। আমরা চাই একটি মানবিক ও ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ। এ লক্ষ্যে জাতীয় ঐক্য ও ফ্যাসিবাদবিরোধী শক্তির ঐক্যের কোনো বিকল্প নেই।”
তিনি বলেন, “আমরা চাই না ফ্যাসিবাদ ফিরে আসুক। আমরা চাই একটি মানবিক, ন্যায়ভিত্তিক ভবিষ্যৎ বাংলাদেশ, গঠনের জন্য জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে। এই কাজে আমরা আপনাদের সবাইকে আমাদের সহযোগী হিসেবে পাশে চাই।”
ভিডিও দেখুন: https://youtu.be/GBd1HpS3gbc?si=iuDJ7CnAQRPQab2q
এম.কে.