ঢাকা, বাংলাদেশ   সোমবার ২১ জুলাই ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২

মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনায় আজহারীর শোক প্রকাশ

প্রকাশিত: ১৫:২৮, ২১ জুলাই ২০২৫; আপডেট: ১৫:৩৫, ২১ জুলাই ২০২৫

মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনায় আজহারীর শোক প্রকাশ

ছবি: সংগৃহীত।

আজ রাজধানীর উত্তরায় অবস্থিত মাইলস্টোন কলেজের উপর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড ও বহু হতাহতের ঘটনা ঘটেছে।

এই মর্মান্তিক দুর্ঘটনায় আহত ও অগ্নিদগ্ধদের জন্য দোয়া করে একটি আবেগঘন বার্তা দিয়েছেন দেশের জনপ্রিয় ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারী।

তিনি তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন,

"হে আরশের মালিক! উত্তরায় মাইলস্টোন কলেজের উপর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের দুর্ঘটনায় আহত, অগ্নিদগ্ধ সকলের প্রতি আপনি রহম করুন।"

এই হৃদয়স্পর্শী বার্তায় তিনি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেছেন এবং মহান আল্লাহর কাছে তাঁদের সুস্থতা ও রহমতের জন্য প্রার্থনা জানিয়েছেন।

আজহারীর এই পোস্ট প্রকাশের পরপরই হাজারো অনুসারী মন্তব্যে একাত্মতা প্রকাশ করছেন এবং দোয়া করছেন দুর্ঘটনায় আহত শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের জন্য।

সামাজিক যোগাযোগমাধ্যমজুড়ে ইতিমধ্যে দেশের নানা স্তরের মানুষ মাইলস্টোন কলেজের দুর্ঘটনায় শোক ও উদ্বেগ প্রকাশ করছেন। বিশেষ করে, এটি শিক্ষার্থীদের ওপর হওয়ায় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক অনুভূতির জন্ম দিয়েছে।

মিরাজ খান

×