ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২২ জুলাই ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২

রাকসুর তফসিল ঘোষণার ১ দফা দাবিতে রাবি শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

নিজস্ব সংবাদদাতা,রাজশাহী বিশ্ববিদ্যালয়

প্রকাশিত: ২০:২৬, ২১ জুলাই ২০২৫

রাকসুর তফসিল ঘোষণার ১ দফা দাবিতে রাবি শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের তফসিল ঘোষণার এক দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা।

সোমবার (২১ জুলাই) বেলা ১১টা থেকে তাদের এই কর্মসূচি শুরু হয়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত (সন্ধ্যা সাড়ে ৬টা) শিক্ষার্থীদের আন্দোলন চলছিল। দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা এই কর্মসূচি চালিয়ে যাবেন বলে জানিয়েছেন।

শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে কোনো সন্তোষজনক আশ্বাস না পাওয়ায় তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। রাকসুর তফসিল ঘোষণা না হওয়া পর্যন্ত তাদের এই অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে।

এর আগে বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে ‘রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টুডেন্টস অ্যালায়েন্স’-এর ব্যানারে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি শুরু করেন। পরে সেখান থেকে সরে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন–১–এর সামনে অবস্থান নেন এবং ‘রাকসু আমার অধিকার, না দিলে তুই গদি ছাড়’ এর মতো বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, প্রশাসন বারবার প্রতিশ্রুতি দিয়েও রাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করতে ব্যর্থ হয়েছে। সর্বশেষ ৩০ জুনের মধ্যে তফসিল ঘোষণার কথা থাকলেও প্রশাসন তা পালন করেনি।

রাজশাহী বিশ্ববিদ্যালয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ফাহিম রেজা বলেন, "দায়িত্ব নেওয়ার পর প্রশাসন ৬ মাসের মধ্যে রাকসু নির্বাচনের কথা বলেছিল কিন্তু পারেনি। সর্বশেষ ৩০ জুন রাকসুর তফসিল ঘোষণার কথা বললেও সেটাও সম্ভব হয়নি। আমাদের ধারণা, জাতীয় নির্বাচনের পূর্বে প্রশাসন রাকসু নির্বাচন দিতে চায় না।"

ইনফরমেশন সায়েন্স ও লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী অনিক আহমেদ অভি প্রশাসনকে হুঁশিয়ারি দিয়ে বলেন, "আমরা রাজপথের সহযোগী হিসেবে আপনাদের চেয়ারে বসিয়েছি। কিন্তু আমাদের দাবি আদায় না হলে আপনাদের চেয়ার থেকে নামাতেও সময় লাগবে না। অনতিবিলম্বে রাকসুর তফসিল ঘোষণা করতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।" প্রশাসন একটি নির্বাচন কমিশন গঠন করলেও সেই কমিশন ‘অথর্ব’ বলে তারা মনে করছেন। প্রশাসনের এই ‘টালবাহানা’ ও ‘প্রক্রিয়াকে লম্বা করার’ চেষ্টার বিরুদ্ধে তাদের এই অবস্থান বলে জানান অনিক আহমেদ।

এ সময় বিক্ষোভে আরও বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আকিল বিন তালিব, সানজিদা ঢালি এবং ফাহির আমিন।

Mily

আরো পড়ুন  

×