
ছবি: সংগৃহীত
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের তফসিল ঘোষণার দাবিতে অবস্থান কর্মসূচি ৯ ঘণ্টা পর স্থগিত করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। আজ সোমবার রাত ৮টার দিকে আন্দোলন প্রত্যাহার করে নেন তারা। এর আগে বেলা ১১টার দিকে এ কর্মসূচি শুরু হয়। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার কথা থাকলেও রাজধানীর উত্তরায় মর্মান্তিক ও অনাকাঙ্ক্ষিত বিমান বিধ্বস্তের ঘটনায় আন্দোলন স্থগিত করেন তারা।
এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক সমন্বয়ক ফাহিম রেজা বলেন, মাইলস্টোন কলেজের বিমান দুর্ঘটনা বাংলাদেশের ইতিহাসে অন্যতম ব্যর্থতার একটি গল্প। আমরা প্রচণ্ড ব্যথিত ও ট্রমার মধ্যে। তাই রাকসুর জন্য আমাদের যে অবস্থান কর্মসূচি ছিল, সেটি আমরা স্থগিত করছি।
এর আগে বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে ‘রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টুডেন্টস অ্যালায়েন্স’-এর ব্যানারে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি শুরু করেন। পরে সেখান থেকে সরে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন–১–এর সামনে অবস্থান নেন এবং ‘রাকসু আমার অধিকার, না দিলে তুই গদি ছাড়’ এর মতো বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, প্রশাসন রাকসু নির্বাচন নিয়ে টালবাহানা করছে। রাকসু নিয়ে প্রশাসন বারবার প্রতিশ্রুতি দিয়েও ব্যর্থ হয়েছে। সর্বশেষ ৩০ জুন নির্বাচনের তফসিল ঘোষণার কথা থাকলেও তা বাস্তবায়ন করতে পারেনি তারা। তফসিল ঘোষণা না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলমান থাকার কথা থাকলেও রাজধানীর উত্তরায় বিমান বিধ্বস্তের মর্মান্তিক ও অনাকাঙ্ক্ষিত ঘটনায় কর্মসূচি স্থগিত ঘোষণা করেছেন। শিগগিরই আবারও মাঠে নামবেন তারা।
শেখ ফরিদ