
দেশের ফ্যাশন ও টেলিভিশন মিডিয়ার এক পরিচিত মুখ সাদিয়া ইসলাম মৌ, যিনি মডেলিং ও অভিনয়ের জগতে একাধিকবার নিজের দক্ষতা প্রমাণ করেছেন, এবার তার নতুন একটি অভিজ্ঞতার মধ্যে প্রবেশ করছেন। কাজী আনোয়ার হোসেনের বিখ্যাত ‘মাসুদ রানা’ সিরিজ অবলম্বনে নির্মিত ওয়েব ফিল্ম ‘গহীন অতল’-এর অন্যতম প্রধান চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন তিনি।এই ওয়েব ফিল্মের গল্প মূলত কাজী আনোয়ার হোসেনের ‘আর্তনাদ’ উপন্যাস অবলম্বনে তৈরি হলেও, এটি সময়োপযোগী করে নির্মাণ করা হয়েছে। চিত্রনাট্য করেছেন কাজী আনোয়ার হোসেনের পুত্রবধূ মাসুমা মায়মুর। গল্পের মূল প্রতিপাদ্য হচ্ছে, আধুনিক সমাজে একজন মায়ের মানসিক চাপ, অপরাধবোধ এবং সন্তানকে রক্ষার জন্য তার নৈতিক দ্বন্দ্ব। মৌ এই জটিল চরিত্রটি ফুটিয়ে তোলার মাধ্যমে নতুন এক অভিজ্ঞতার স্বাদ নিচ্ছেন।
এছাড়া, এই ওয়েব ছবিতে মৌয়ের সঙ্গে অভিনয় করেছেন গাজী রাকায়েত, রাশেদ মামুন অপু, নাফিস আহমেদ, নাফিসা মালিয়াত প্রমি এবং ইহতেশাম আহমেদ টিংকু। একটি বিশেষ চরিত্রে ভিডিওকলের মাধ্যমে অভিনয় করেছেন ইন্তেখাব দিনার।
‘গহীন অতল’ ওয়েব ফিল্মটি নতুনত্বের মধ্যে দিয়ে দর্শকদের আকর্ষণ করার জন্য তৈরি, আর সাদিয়া ইসলাম মৌয়ের অভিনয়েও নতুন মাত্রা যোগ করবে এটি।
রাজু