ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২২ জুলাই ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২

গায়ে হলুদের গল্পে ‘নাচ-টাচ’

সংস্কৃতি প্রতিবেদক

প্রকাশিত: ২১:৩৪, ২১ জুলাই ২০২৫

গায়ে হলুদের গল্পে ‘নাচ-টাচ’

.

উৎসবের প্রেক্ষাপটে দুই বিপরীত ধাঁচের তরুণ-তরুণীর নাচের অনুশীলনের মধ্য দিয়ে গড়ে ওঠা একটি আবেগঘন সম্পর্কের গল্প নিয়ে মুস্তাফি শিমুল নির্মাণ করেছেন রোমান্টিক স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘নাচ-টাচ’। ইউটিউবে মুক্তি পাওয়ার পর ৪ দিনের মধ্যেই মিলিয়নের বেশি দর্শক এটি দেখে ফেলেছে।

বিশেষ করে সামাজিক যোগাগাযোগমাধ্যমে তরুণদের মধ্যে বেশ ইতিবাচক সাড়া ফেলেছে স্বল্পদৈর্ঘ্যটি। মূলত, একটি শহুরে মধ্যবিত্ত পরিবারের গায়ে হলুদের প্রস্তুতিকে কেন্দ্র করে ‘নাচ-টাচ’-এর গল্পটি আবর্তিত হয়েছে। নাচের অনুশীলন করতে গিয়ে দু’জনের সখ্যতা, পরে তা গড়ায় প্রেমে। ক্লোজআপ কাছের গল্পের এ স্বল্পদৈর্ঘ্যে অভিনয় করেছেন সাদ নাওভি ও সুমনা ইয়াসমিন।
‘নাচ-টাচ’ প্রসঙ্গে নির্মাতা মুস্তাফি শিমুল বলেন, আমি বরাবরই রোমান্টিক গল্পের প্রতি দুর্বল। এই স্ক্রিপ্টটি যখন হাতে পাই, তখন আমরা দীর্ঘ ফরম্যাট নিয়ে কাজ করছিলাম। পড়ার পর মনে হলো, এটি আমি করতেই চাই। গল্পে একটা সহজ সুন্দর আবেগ আছে, শহুরে বাস্তবতাও আছে। এই দুইয়ের মিশ্রণ আমাকে টেনেছে। পুরো নির্মাণ প্রক্রিয়াটি খুবই প্রাণবন্ত ছিল, আমরা উপভোগ করেই কাজটা করেছি।
উল্লেখ্য, স্বল্পদৈর্ঘ্যটি প্রযোজনা করেছে এডকম লিমিটেড এবং প্রোডাকশন পার্টনার হিসেবে আছে ডাবল ওয়ান ফিল্মস।
 

প্যানেল মজি

আরো পড়ুন  

×