ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২২ জুলাই ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২

জোভান-আইশার ‘আবেগ’

সংস্কৃতি প্রতিবেদক

প্রকাশিত: ২১:৩১, ২১ জুলাই ২০২৫

জোভান-আইশার ‘আবেগ’

জোভান ও আইশা খান

বাংলাদেশের নাট্যাঙ্গনের জনপ্রিয় অভিনেতা জোভান ও এই প্রজন্মের আলোচিত অভিনেত্রী আইশা খান অভিনীত বেশকিছু নাটক এরইমধ্যে দর্শকপ্রিয়তা পেয়েছে। এবার তাদের নিয়ে ‘আবেগ’ নামের একটি নাটক নির্মাণ করেছেন এই প্রজন্মের নাট্যনির্মাতা তুহিন হোসেন। রেজাউল আলম শাওনের রচনায় নাটকটির নির্মাণ কাজ এরইমধ্যে শেষ হয়েছে। তুহিন হোসেন বলেন, ‘আবেগ’ নাটকটি মূলত আমাদের জীবনে ঘটে যাওয়া সমসাময়িক ঘটনারই প্রতিচ্ছবি।

দু’জনই খুব ভালো অভিনয় করেছেন। তাদের দু’জনের অভিনয়ে আমি ভীষণ সন্তুষ্ট। ‘আবেগ’ গল্পে তারা দু’জন এত চমৎকার ন্যাচারাল অ্যাক্টিং করেছে দর্শক মুগ্ধ হবেন। তুহিন হোসেন জানান, আগামী ২৩ জুলাই ‘আবেগ’ নাটকটি এনটিভিতে প্রচারে হবে বিকেল তিনটায়।
নাটকটিতে অভিনয় প্রসঙ্গে প্রজন্মের দর্শকপ্রিয় অভিনেত্রী আইশা খান বলেন, আমরা চেষ্টা করেছি কাজটা গুছিয়ে করার। তুহিন ভাই রোমান্টিক ঘরানার কাজ একটু কম করেন। সে জায়গা থেকে তিনি নিজেও খুব যতœ নিয়ে কাজটি করেছেন। আশাকরি দর্শকেরও ভালো লাগবে নাটকটি। 
‘আবেগ’র দৃশ্য ধারণে ডিওপিতে ছিলেন এসআর নিহাদ। উল্লেখ্য, এর আগে জোভান-আইশা জুটিকে ‘লাভ বাইট’, ‘থেমে যেতে নেই’, ‘অনামিকা’, ‘দুটি মন’, ‘লাস্ট উইস’, ‘সে প্রথম প্রেম আমার’ নাটকে অভিনয়ে দেখা গেছে।

এদিকে নির্মাতা তুহিন হোসেন গত ঈদে প্রচারের জন্য তানিয়া বৃষ্টিকে নিয়ে নির্মাণ করেছিলেন নাটক ‘জয়িতার দিনরাত্রি’। এদিকে গত ১৪ জুলাই এনটিভির ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে তুহিন হোসেন পরিচালিত নাটক ‘শেষ গান’ নাটকটি। এতে জোভানের অভিনয় দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলেছে। নাটকটি রচনা করেছেন সারোয়ার রেজা।
 

প্যানেল মজি

আরো পড়ুন  

×