
রাজধানীর উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় এখন পর্যন্ত ১৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন ৫০ জনেরও বেশি, যারা অধিকাংশই স্কুল-শিক্ষার্থী। এই বিপর্যয়ের পর, সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে শোকের মাতম। এই শোকের তীব্রতা ছুঁয়ে গেছে তারকাদের মধ্যেও, যারা একে একে প্রকাশ করছেন তাঁদের অনুভূতি।
জয়ার আবেগঘন স্ট্যাটাস
চিত্রনায়িকা জয়া আহসান তার ফেসবুক পোস্টে লিখেছেন, “আমি টেলিভিশনের দিকে তাকাতে পারছি না। এতগুলো কচি কচি বাচ্চার এমন দুর্ভাগ্যজনক বিদায়, কীভাবে মেনে নেওয়া যায়! আহারে, এই বাচ্চাদের মা-বাবারা তাঁদের শূন্যতার ভার কীভাবে বইবেন। তাদের মনে শক্তির সঞ্চার ঘটুক। যে বাচ্চারা আহত হল, তারা যেন সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসে, সেই প্রার্থনা রইল।” তার এই কথাগুলো মর্মস্পর্শী হয়ে উঠে শোকাহত মানুষের মনকে আরও ভারাক্রান্ত করেছে।
তমা মির্জার আহ্বান
চিত্রনায়িকা তমা মির্জা সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, "এই সময় দয়া করে ফায়ারসার্ভিস, বিমানবাহিনী, সেনাবাহিনী সহ যারা উদ্ধারকর্মী আছে তাদের তাদের কাজ করতে দেন। উৎসুক জনতার ভিড় যেন উদ্ধার কাজে বিঘ্নতা না ঘটায়।" তাঁর এই আহ্বান ছিল দুর্ঘটনাস্থলে উদ্ধার কাজের জন্য জরুরি সহায়তার প্রয়োজনীয়তার প্রতি।
তৌসিফ মাহবুবের রক্তদানে আহ্বান
ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব তার ফেসবুক পোস্টে বলেছেন, “যারা উত্তরার আশেপাশে আছেন, রক্ত দিতে পারবেন, তারা আশেপাশের হাসপাতালে চলে যান।” তাঁর এই উদ্যোগ অনেকের কাছে প্রশংসিত হয়েছে, কারণ এটি মানবিকতার এক উজ্জ্বল উদাহরণ হিসেবে উঠে এসেছে।
কনার আবেগঘন প্রার্থনা
সংগীতশিল্পী কনা তার পোস্টে লিখেছেন, “আল্লাহ সাহায্য করুন এবং তাদের হেফাজত করুন। শিশু, শিক্ষক ও তাদের পরিবারগুলোর জন্য দোয়া করছি।” তাঁর এই মর্মস্পর্শী কথাগুলো মানুষের হৃদয়ে গভীর দুঃখ সৃষ্টি করেছে এবং একে অপরের প্রতি সহানুভূতি বাড়াতে সহায়তা করেছে।
সাবরিনা পড়শীর উদ্বেগ
সংগীতশিল্পী সাবরিনা পড়শী জানিয়েছেন, “উত্তরা মাইলস্টোন স্কুলে ট্রেনিং বিমান বিধ্বস্ত। শিক্ষার্থীসহ সকলের নিরাপত্তার জন্য দোয়া করছি। আল্লাহ যেন সবাইকে হেফাজত করেন ও সুস্থতা দান করেন।” তাঁর কথায়, দুর্ঘটনার পর মানুষের নিরাপত্তা ও সুস্থতার জন্য দোয়ার গুরুত্ব তুলে ধরা হয়েছে।
বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় শোকাহত পুরো দেশ। এই ঘটনার প্রতি প্রতিক্রিয়া জানিয়ে তারকাদের সবার সেরা উদ্যোগ ছিল, দুর্ঘটনার শিকারদের পাশে দাঁড়ানো এবং তাঁদের সুস্থতার জন্য প্রার্থনা করা। এমন দুর্ভাগ্যজনক পরিস্থিতিতে, আমাদের দেশবাসীসহ সকলের প্রার্থনা ও সহানুভূতির দিকে তাকিয়ে আছে যারা জীবিত ও আহত হয়েছেন।
রাজু