ঢাকা, বাংলাদেশ   সোমবার ২১ জুলাই ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২

বিমান বিধ্বস্তে প্রাণহানির ঘটনায় একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

প্রকাশিত: ১৯:১৫, ২১ জুলাই ২০২৫

বিমান বিধ্বস্তে প্রাণহানির ঘটনায় একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

ছবি: সংগৃহীত।

রাজধানীর দিয়াবাড়ি এলাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে কোমলমতি শিক্ষার্থীসহ বহু মানুষের মর্মান্তিক প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে অন্তর্বর্তীকালীন সরকার।

এই মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের স্মরণে আগামীকাল মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫ তারিখে রাষ্ট্রীয় শোক পালন করা হবে।

সরকারি এক তথ্যবিবরণীতে জানানো হয়েছে, শোক দিবস উপলক্ষে দেশের সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠানসহ সকল সরকারি ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। একইসঙ্গে বিদেশে অবস্থিত বাংলাদেশের সকল মিশনেও পতাকা অর্ধনমিত থাকবে।

নিহতদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় দেশের সকল মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করা হবে। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানেও ধর্মীয় রীতিনীতির আলোকে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে বলে জানানো হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আজ জারিকৃত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

মিরাজ খান

আরো পড়ুন  

×