ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২২ জুলাই ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২

পাটগ্রামে ইউএনও’র বাজার পরিদর্শন ও উচ্ছেদ অভিযান

এবি সিদ্দিক, পাটগ্রাম, লালমনিরহাট 

প্রকাশিত: ২৩:৩১, ২১ জুলাই ২০২৫

পাটগ্রামে ইউএনও’র বাজার পরিদর্শন ও উচ্ছেদ অভিযান

পাটগ্রাম উপজেলার রসুলগঞ্জ  বাজার পরিদর্শন ও অবৈধভাবে ফুটপাত দখল উচ্ছেদ অভিযান পরিচালনা করেন পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাশ।

সোমবার (২১ জুলাই) বিকেলে অভিযান পরিচালনা করে দুই দোকানে ১০ (দশ হাজার) টাকা জরিমানা করেন তিনি। প্লাস্টিকের বস্তায় চাল বাজারজাত করার অপরাধে মেসার্স সুমন ট্রেডার্স  ও নিশিত ট্রেডার্সকে ৫০০০( পাঁচ হাজার) টাকা করে মোট ১০০০০(দশ হাজার) টাকার এই অর্থদণ্ড করা হয়। এসময় পাটগ্রাম বাজারে অবৈধভাবে ফুটপাত দখল ও স্থাপনা উচ্ছেদ কার্যক্রমও পরিচালনা করেন তিনি।

অভিযানকালে পাটগ্রাম থানার এসআই রেজা'র নেতৃত্বে পুলিশের একটি টিম সার্বিক সহযোগিতা করেন বলে জানান ইউএনও উত্তম কুমার দাশ।

তিনি বলেন, "আমাদের এই ধরনের অভিযান নিয়মিত চলবে। পাটগ্রাম বাজারে বিভিন্ন অনিয়ম ও অবৈধ স্থাপনাসহ ফুটপাত দখলের বিরুদ্ধে আগের ন্যয় বর্তমানেও আমাদের নিয়মিত বাজার পরিদর্শন ও অবৈধ উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।"

×