
মাইলস্টোন ট্রাজেডিতে আহত অথবা নিহতদের সহায়তার উদ্দেশ্যে পটুয়াখালীর বাউফলের নাগরিকদের জন্য 'হেল্প লাইন' চালু করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।
আজ ২১ জুলাই (সোমবার) রাত ১০টার দিকে দৈনিক জনকণ্ঠকে এই তথ্য নিশ্চিত করেন এই জামায়াত নেতা।
ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, আপনারা জানেন, মর্মান্তিক বিমান দুর্ঘটনায় অগ্নিদগ্ধ শত শত শিক্ষার্থী। ইতোমধ্যে আমরা তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। বিশেষ করে বাউফলের কোন ছাত্র/ছাত্রী বা আহত কোন ব্যক্তির ব্যাপারে তথ্য দিয়ে আমাদের সহায়তা করার সুযোগ দিন।
এ সময় তিনি আরো বলেন, ইতোমধ্যে আমরা বাউফলের কয়েক জনকে পেয়েছি তাদের সাধ্যমতো খোঁজ খবর রাখার চেষ্টা করা হচ্ছে। আর কেউ থাকলে এই নম্বরে (+880 1952-079034) যোগাযোগ করার জন্য অনুরোধ করছি। আমরা সবধরনের সহযোগিতা করবো। ইনশাআল্লাহ।
বাউফল উন্নয়ন ফোরাম ও বাউফল ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, মহান আল্লাহ মাইলস্টোন ট্রাজেডিতে আহত ভাই-বোন এবং আমাদের সন্তানদের হেফাজত করুন। আর নিহতদের শাহাদাতের মর্যাদা দান করে জান্নাতুল ফেরদৌস নসীব করুন, আমীন।
রাজু