
ছবি: সংগৃহীত।
রাজধানীর উত্তরা দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে শিক্ষার্থীসহ বহু মানুষ নিহত ও আহত হওয়ার ঘটনাটি আন্তর্জাতিক গণমাধ্যমে গুরুত্বের সঙ্গে প্রকাশিত হয়েছে।
Associated Press, Reuters, Bloomberg, Al Jazeera, Sky News, El País সহ বিশ্বের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যমগুলো এই দুর্ঘটনাকে ঢাকার সাম্প্রতিক ইতিহাসে অন্যতম ভয়াবহ বিমান ট্র্যাজেডি হিসেবে আখ্যা দিয়েছে।
Associated Press (AP) লিখেছে, বিমান বিধ্বস্তের ঘটনাটি একটি স্কুলের উপর ঘটায় এর ভয়াবহতা আরও বেড়ে যায়। বহু শিশুর মৃত্যুতে বাংলাদেশ শোকে মুহ্যমান।
Reuters জানায়, চীনা নির্মিত F-7BGI যুদ্ধবিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে কলেজের ভবনে আঘাত করে। এতে বহু প্রাণহানি ঘটে এবং জরুরি উদ্ধারকাজ শুরু হয়।
Bloomberg প্রতিবেদনে উল্লেখ করে, বিমানটি একটি প্রশিক্ষণ মিশনে ছিল এবং দুর্ঘটনাটি ছিল অত্যন্ত দ্রুত গতির ও বিধ্বংসী।
El País (স্পেন) রিপোর্টে জানায়, স্কুল প্রাঙ্গণে এমন দুর্ঘটনা জাতিকে নাড়া দিয়েছে। তারা ঘটনাটিকে আন্তর্জাতিক মানবিক ট্র্যাজেডি হিসেবে চিহ্নিত করেছে।
Sky News, NDTV ও ABC News তাদের প্রতিবেদনে জানায়, দুর্ঘটনার পরপরই এলাকায় ধোঁয়ায় আচ্ছন্ন পরিস্থিতি সৃষ্টি হয় এবং বহু শিক্ষার্থী অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার হয়।
বিমানটি দুপুরে উড্ডয়নের পর অল্প সময়ের মধ্যেই নিয়ন্ত্রণ হারিয়ে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ছাদে বিধ্বস্ত হয়। আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমে নিহতের সংখ্যা ১৮ থেকে ১৯ জন বলে উল্লেখ করা হয়েছে এবং আহতের সংখ্যা ৫০ থেকে ১৬৪ জনের মধ্যে বলে জানা যায়। সংবাদমাধ্যমগুলো এ ঘটনাকে সাম্প্রতিক সময়ের অন্যতম মর্মান্তিক ও প্রাণঘাতী দুর্ঘটনা হিসেবে বর্ণনা করেছে, যা গোটা বিশ্বে সাড়া ফেলেছে।
মিরাজ খান