
বাংলাদেশ ক্রিকেট টিমের সাবেক ক্রিকেটার শাহরিয়ার নাফীস তার ব্যক্তিগত ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টের এক স্ট্যাটাসে বলেছেন, গরম ভাত খাওয়া হইলো না আব্বা রে! কী মর্মান্তিক।
এই বাবা কিভাবে বাঁচবেন সারাজীবন? ইয়া আল্লাহ! আমরা প্রতিনিয়ত আমাদের নিজেদের উপর জুলুম করছি। এই আজাব আমরা নিজেই ডেকে এনেছি। আপনি আমাদের মুক্তির পথ দেখান, আমীন।
উল্লেখ্য যে, সোমবার (২১ জুলাই) দুপুর ১টার পর রাজধানীর উত্তরায় দুর্ঘটনায় পড়ে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান। বিমানটি উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে গিয়ে পড়ে এবং বিধ্বস্ত হয়। সঙ্গে সঙ্গে বিমান ও স্কুল ভবনটিতে আগুন ধরে যায়। যে ভবনে এটি বিধ্বস্ত হয় সেখানে বহু স্কুলপর্যায়ের শিক্ষার্থী ছিল। বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় ২০ জন নিহত হয়েছেন। এ ছাড়া, বিভিন্ন হাসপাতালে প্রায় ১৭১ জন চিকিৎসাধীন রয়েছেন।
সূত্রঃ https://www.facebook.com/share/1BwogoLhPp/
রিফাত