
সংগৃহীত
ঢাকার উত্তরা এলাকায় মাইলস্টোন স্কুলের পাশে বিমান বিধ্বস্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে ২০ জনে পৌঁছেছে। নিহতদের মধ্যে রয়েছেন বাংলাদেশ বিমান বাহিনীর পাইলট, স্কুলের শিক্ষার্থী, শিক্ষক এবং পথচারীরা। আহত অবস্থায় অনেকেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও সিএমএইচে চিকিৎসাধীন রয়েছেন।
শনিবার সকাল ১০টা ৪৫ মিনিটে একটি সামরিক প্রশিক্ষণ বিমান হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে মাইলস্টোন স্কুল সংলগ্ন এলাকায় বিধ্বস্ত হয়। সঙ্গে সঙ্গে ঘটে ভয়াবহ বিস্ফোরণ, ছড়িয়ে পড়ে আগুন। দুর্ঘটনার সময় স্কুল চলছিল, ফলে হতাহতের সংখ্যা বেশি হয়েছে বলে ধারণা করছে সংশ্লিষ্টরা।
বিমান বিধ্বস্তের সঙ্গে সঙ্গেই ফায়ার সার্ভিস, পুলিশ ও বিমানবাহিনীর সদস্যরা দ্রুত উদ্ধার অভিযানে নামে। আহতদের তাৎক্ষণিকভাবে হাসপাতালে নেওয়া হয়। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে বিমানবাহিনীর পক্ষ থেকে ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এই মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। একইসঙ্গে এমন একটি ঘনবসতিপূর্ণ এলাকায় কেন বিমান উড়ছিল—তা নিয়েও উদ্বেগ জানিয়েছেন সাধারণ মানুষ।
মাইলস্টোন স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত স্কুল বন্ধ থাকবে। শিক্ষার্থীদের মানসিকভাবে সহায়তা করতে দ্রুত কাউন্সেলিং কার্যক্রম চালু করা হবে বলেও জানানো হয়েছে।
হ্যাপী