ঢাকা, বাংলাদেশ   সোমবার ২১ জুলাই ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২

জামায়াতে ইসলামীর আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে বক্তা 

শিবির করা কোনো অপরাধ না

প্রকাশিত: ১৩:০০, ২১ জুলাই ২০২৫; আপডেট: ১৩:০১, ২১ জুলাই ২০২৫

শিবির করা কোনো অপরাধ না

ছবিঃ সংগৃহীত

রাজধানীতে জামায়াতে ইসলামীর আয়োজনে সমাবেশে দলটির এক বক্তা বলেছেন, "শিবির করা কোনো অপরাধ নয়। রাজনৈতিক মতাদর্শ অনুসরণ করাই গণতন্ত্রের অধিকার।"

তিনি বলেন, "এই ফ্যাসিবাদী স্বৈরশাসনের অবসান ঘটাতে আমরা সফল হয়েছি একমাত্র আল্লাহ তায়ালার সাহায্যে। আমাদের নিজেদের কোনো শক্তি নেই, আল্লাহই আমাদের জন্য যথেষ্ট সাহায্যকারী ও অভিভাবক। ২৪ সালের গণঅভ্যুত্থান আল্লাহর সহায়তায় সফল হয়েছে।"

১৯ জুলাইয়ের প্রসঙ্গ টেনে তিনি বলেন, "সেদিন দেশে ইন্টারনেট শাটডাউন করা হয়েছিলো, চলেছিলো গণহত্যা। বলা হয়েছিল ইন্টারনেট এমনি বন্ধ হয়েছে, অথচ আমরা জানি—তা ছিল পরিকল্পিত।"

তিনি অভিযোগ করেন, "সেদিন কিছু শিল্পপতি শেখ হাসিনার সাথে বৈঠকে বসে আন্দোলন দমন করতে পরামর্শ দিয়েছিল। তারা স্বৈরাচারী শক্তিকে সমর্থন দিয়েছিল। কিন্তু জালিমরা কোনোদিনই সফল হয় না।"

বিশ্বজিৎ হত্যার কথা উল্লেখ করে তিনি বলেন, "শিবির সন্দেহে একজন সনাতন ধর্মাবলম্বী যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছিল দিবালোকে। আমরা বলতে চাই, কোনো রাজনৈতিক মতাদর্শ অনুসরণ করা অপরাধ নয়। কিন্তু শিবির নাম দিয়ে প্রতি বছর সাধারণ ছাত্রদের উপর নিপীড়ন, গুম, খুন চালানো হয়েছে। এটা এক ধরনের রাষ্ট্রীয় জুলুম।"

তিনি আরো বলেন, শিবির করা কোনো অপরাধ না।  কোনো রাজনৈতিক দলের সমর্থন দেয়া কোনো অপরাধ না। কিন্তু তারা শিবিরকে ডাক দিয়ে সাধারণ মানুষ সাধারণ ছাত্রদের উপর অত্যাচার, নিপীড়ন, গুম, খুন চালিয়েছে প্রতিটা বছর।

নোভা

×