ঢাকা, বাংলাদেশ   সোমবার ২১ জুলাই ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২

উত্তরায় বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় প্রত্যক্ষদর্শী শিক্ষার্থী

‘বিমান বিধ্বস্তের কারণে প্রচণ্ড ধোঁয়া বের হচ্ছিল—এরপর থেকে আমাদের ভিতরে ঢুকতে দেওয়া হয়নি’

প্রকাশিত: ১৬:৪১, ২১ জুলাই ২০২৫; আপডেট: ১৬:৪১, ২১ জুলাই ২০২৫

‘বিমান বিধ্বস্তের কারণে প্রচণ্ড ধোঁয়া বের হচ্ছিল—এরপর থেকে আমাদের ভিতরে ঢুকতে দেওয়া হয়নি’

ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর এফ-৭ বিজিআই মডেলের একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় শিক্ষার্থীরা আতঙ্কিত ও আহতদের দ্রুত হাসপাতালে নেওয়ার দৃশ্য প্রত্যক্ষ করেছেন।

একজন শিক্ষার্থী জানান, “আমি যখন নামছিলাম তখন দেখলাম বিমান বিধ্বস্তের কারণে প্রচণ্ড ধোঁয়া বের হচ্ছে। এরপর থেকে আমাদের ভিতরে ঢুকতে দেওয়া হয়নি।"

একের পর এক অ্যাম্বুলেন্স দুর্ঘটনাস্থলে প্রবেশ করতে দেখা যায়।

অন্য একজন প্রত্যক্ষদর্শী বলেন, “যারা আহত ছিলেন, তাদের একেবারে পুড়ে ও ভেঙে যাওয়ার মতো অবস্থায় দ্রুত মেডিকেল গাড়িতে নিয়ে যাওয়া হয়েছে।” এছাড়াও সেনাবাহিনীর বিভিন্ন যানবাহন ক্রমান্বয়ে কলেজ ক্যাম্পাসের ভেতরে প্রবেশ করছিল।

আবির

×