ঢাকা, বাংলাদেশ   সোমবার ২১ জুলাই ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২

বড় সন্তানকে পেয়েছি, ছোট সন্তানকে এখনো খুঁজে পাচ্ছি না: অভিভাবক

প্রকাশিত: ১৬:৫১, ২১ জুলাই ২০২৫

বড় সন্তানকে পেয়েছি, ছোট সন্তানকে এখনো খুঁজে পাচ্ছি না: অভিভাবক

ছবি:সংগৃহীত

ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। এতে অন্তত একজন নিহত হয়েছেন এবং বহু মানুষ আহত হয়েছেন। এখনও বেশ কয়েকজন শিক্ষার্থীর খোঁজ মেলেনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে স্কুলের একটি দুইতলা ভবনের প্রবেশমুখে বিমানটি পড়ে এবং সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। দুর্ঘটনার সময় কিছু শিক্ষার্থী ক্লাস শেষ করে বের হয়ে গিয়েছিল, তবে অনেকে তখনও অভিভাবকদের জন্য অপেক্ষা করছিল।

ঘটনার পরপরই সেনাবাহিনী, বিমানবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধারকাজ শুরু করেন। আহতদের ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট এবং সিএমএইচ-এ নেওয়া হয়েছে। বিকেল ৩টা ৩০ মিনিট পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, ২৮ জনকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার খবর শুনে অভিভাবকেরা আতঙ্কিত হয়ে স্কুলে ছুটে আসেন। কেউ কেউ তাঁদের সন্তানদের খুঁজে পেয়েছেন, আবার কেউ এখনও সন্তানের কোনো সন্ধান পাননি। লাকি আক্তার নামের এক অভিভাবক জানান, তিনি তাঁর বড় সন্তানকে পেয়েছেন, তবে ছোট সন্তানকে এখনও খুঁজে পাচ্ছেন না। ফেরদৌসী বেগম নামের একজন বলেন, তাঁর মেয়ে ভবনের ভেতরে আটকা পড়ে আছে এবং তিনি কোনো যোগাযোগ করতে পারছেন না।

কলেজের একজন সহকারী অধ্যাপক জানান, বিধ্বস্ত হওয়া ভবনটিতে প্রাথমিক শ্রেণির ক্লাস চলছিল। শিক্ষার্থী মাহিম হাসান সিয়াম বলেন, বিমানটি প্রথমে কলেজের আরেকটি ভবনে ধাক্কা খায়, যার ফলে জ্বালানি লিক হয় এবং পরে তা প্রজেক্ট-২ ভবনের সামনে গিয়ে পড়ে। ঐ ভবনে মোট ১৬টি ক্লাসরুম এবং ৪টি শিক্ষক কক্ষ রয়েছে।

বর্তমানে উদ্ধার তৎপরতা চলছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরাপত্তা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে রয়েছেন। ঘটনার বিস্তারিত কারণ এবং সম্পূর্ণ ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানানো হয়নি।

 

মারিয়া

×