ঢাকা, বাংলাদেশ   সোমবার ২১ জুলাই ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২

রৌমারীতে ইয়াবা ও নগদ অর্থসহ জামাই-শাশুড়ি আটক

পারভীন আক্তার, রৌমারী, কুড়িগ্রাম 

প্রকাশিত: ১৬:৫৩, ২১ জুলাই ২০২৫; আপডেট: ১৬:৫৮, ২১ জুলাই ২০২৫

রৌমারীতে ইয়াবা ও নগদ অর্থসহ জামাই-শাশুড়ি আটক

ছবি: দৈনিক জনকণ্ঠ।

কুড়িগ্রামের রৌমারীতে ১ হাজার ৫ পিস ইয়াবা ও নগদ ১লাখ ৮২হাজার টাকাসহ জামাই-শ্বাশুরীকে আটক করেছে পুলিশ। রোববার (২০ জুলাই) রাত সাড়ে ১০ টার দিকে রৌমারীর যাদুরচর ইউনিয়নের চর লালকুড়া গ্রামে অভিযান চালিয়ে তাঁদের আটক করে পুলিশ। তাঁদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। সোমবার (২১ জুলাই) সকালে তাদেরকে কড়িগ্রাম জেল হাজতে পাঠিয়েছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রৌমারী উপজেলার চর লালকুড়া এলাকার সমেশ উদ্দিনের স্ত্রী মর্জিনা খাতুন (৪৩) ও তাঁর জামাতা বাবুল মিয়া(৩২)।

রৌমারী থানার ওসি লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি লুৎফর রহমান বলেন, রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার যাদুরচর ইউনিয়নের চল লালকুড়া এলাকায় মাদক উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় ওই এলাকার সমেশ উদ্দিনের বাড়িতে অভিযান চালানো করা হয়। অভিযানে ১ হাজার ৫ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ  ১ লক্ষ ৮২ হাজার ৫০০ শত টাকাসহ মাদক কারবারি বাবুল মিয়া (৩২) ও তাঁর শাশুড়ি মর্জিনা খাতুন (৪৩)কে আটক করে পুলিশ। এ সময় জব্দ করা হয় দুটি মোবাইল ফোন। পরে তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়।

ওসি আরও বলেন, সোমবার (২১জুলাই) সকালে গ্রেপ্তারকৃতদের কুড়িগ্রাম জেল-হাজতে পাঠানো হয়েছে। মাদক উদ্ধারে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

মিরাজ খান

×