ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২২ জুলাই ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২

আড়াইহাজারে যুবদল সভাপতির বাড়িসহ দুই বাড়িতে ডাকাতি 

নিজস্ব সংবাদদাতা, আড়াইহাজার, নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:৪৩, ২১ জুলাই ২০২৫

আড়াইহাজারে যুবদল সভাপতির বাড়িসহ দুই বাড়িতে ডাকাতি 

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার বড় মনোহরদী গ্রামে ব্রাহ্মন্দী ইউনিয়ন যুবদলের সভাপতি শাহাদাত হোসেনের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। রোববার দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

সশস্ত্র ডাকাত দল ওই বাড়ি থেকে ২১ ভরি ওজনের বিভিন্ন প্রকার স্বর্ণালংকার, নগদ আড়াই লাখ টাকা, ১টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনসহ অন্যান্য মালামাল লুট করে নিয়ে যায়।

তা ছাড়া একই রাতে খাগকান্দা ইউনিয়নের কাকাইলমোড়া গ্রামেও ডাকাতির ঘটনা ঘটেছে।

বড় মনোহরদী গ্রামের ডাকাত কবলিত বাড়ির মালিক শাহাদাত হোসেন জানান, ডাকাত দল তার পাকা ভবনের কেচি গেটের তালা কেটে ভিতরে প্রবেশ করে পরিবারের লোকজনদেরকে অস্ত্রের মুখে একটি কক্ষে জিম্মি করে হত্যার হুমকি দিয়ে উল্লিখিত মালামাল ও নগদ অর্থ লুটে নেয়। তবে ডাকাত দল তাদের নিজেদের একটি মানি ব্যাগ ফেলে গেছে এবং মানি ব্যাগটি পুলিশ উদ্ধার করেছে বলে জানা গেছে।

এছাড়া একই রাতে উপজেলার খাগকান্দা ইউনিয়নের কাকাইলমোড়া গ্রামের আসমত ফকিরের বাড়িতে প্রবেশ করে একদল ডাকাত একই কায়দায় গৃহকর্ত্রী কুলসুমসহ পরিবারের লোকজনদেরকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ৭ লাখ টাকা, ৬ ভরি ওজনের বিভিন্ন প্রকার স্বর্ণালংকার এবং অন্যান্য মালামাল লুটে নেয়। 

প্রতিনিয়ত ডাকাতির ঘটনা ঘটায় আড়াইহাজার উপজেলাবাসির মধ্যে ডাকাত আতঙ্ক বিরাজ করছে।

এ ব্যাপারে নারায়ণগঞ্জ জেলা সহকারী পুলিশ সুপার (গ অঞ্চল) মেহেদী ইসলাম জানান, ডাকাতির বিষয়ে থানায় কোন লিখিত অভিযোগ করা হয়নি।  পুলিশ লুণ্ঠিত মালামাল উদ্ধার এবং ডাকাতদেরকে চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা করছে। সাথেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

Mily

×