ঢাকা, বাংলাদেশ   সোমবার ২১ জুলাই ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২

বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল কলেজ, কী ঘটেছিল সেই মুহূর্তে?

প্রকাশিত: ১৯:২৫, ২১ জুলাই ২০২৫

বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল কলেজ, কী ঘটেছিল সেই মুহূর্তে?

মাইলস্টোন কলেজের মেইন ক্যাম্পাসের মাঠসংলগ্ন এলাকায় একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা থেকে পাওয়া তথ্যে জানা গেছে, বিমানটি বিধ্বস্ত হওয়ার সাথে সাথেই সেখানে ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। এতে হতাহতের আশঙ্কা করা হচ্ছে।

বিধ্বস্তের পরপরই ঘটনাস্থলে পৌঁছে যায় সেনাবাহিনী, বিমানবাহিনী, ফায়ার সার্ভিসসহ প্রশাসনের বিভিন্ন শাখার কর্মীরা। তারা উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। স্থানীয়রা জানিয়েছেন, কলেজ ক্যাম্পাসের একেবারে ভেতরের মাঠের পাশেই বিমানটি বিধ্বস্ত হয় এবং সঙ্গে সঙ্গে সেখানে বিশাল অগ্নিকুন্ডলী সৃষ্টি হয়।

ঘটনাস্থলের দৃশ্য থেকে বোঝা যায়, যেখানে বিমানটি বিধ্বস্ত হয়েছে, তার চারপাশের গাছের পাতাও পুড়ে গেছে। এতে মর্মান্তিক পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। তারা আরও বলেন, হঠাৎ করেই বিমানটি ক্যাম্পাসের ফাঁকা জায়গায়, মাঠের একপাশে ও একটি ভবনের পাশেই বিধ্বস্ত হয়।

বিধ্বস্তের সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় এবং একটি প্রচণ্ড শব্দ শোনা যায়, যা ক্যাম্পাস জুড়ে আতঙ্ক ছড়িয়ে দেয়। এর পরপরই অনেকেই ছুটে আসেন ঘটনাস্থলে। আহতদের হেলিকপ্টারের মাধ্যমে দ্রুত উদ্ধার করে আশপাশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

Jahan

আরো পড়ুন  

×