ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২২ জুলাই ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২

হাত-পা ছিন্ন, মাথা বিচ্ছিন্ন: শিক্ষার্থীর মুখে দুর্ঘটনার বিভৎস বর্ণনা

প্রকাশিত: ১৯:৩৭, ২১ জুলাই ২০২৫

হাত-পা ছিন্ন, মাথা বিচ্ছিন্ন: শিক্ষার্থীর মুখে দুর্ঘটনার বিভৎস বর্ণনা

মাইলস্টোন কলেজের সেকশন ‘এ’-তে ক্লাস চলাকালীন হঠাৎ এক ভয়াবহ বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে পুরো ক্যাম্পাস। প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীদের বর্ণনা অনুযায়ী, তারা প্রথমে ভেবেছিল ট্রান্সমিটার বিস্ফোরণ বা বিদ্যুৎ বিভ্রাট ঘটেছে। কিন্তু পরে বাইরে ছুটে গিয়ে তারা দেখতে পান, একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে আগুন ধরে গেছে।

বিমান বিধ্বস্তের মুহূর্তে ফায়ার সার্ভিস ও সেনাবাহিনী তখনো ঘটনাস্থলে পৌঁছায়নি। কলেজের ফার্স্ট ইয়ার ও সেকেন্ড ইয়ারের শিক্ষার্থীরা নিজেরাই উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়েন। তারা জানিয়েছেন, কয়েকজন আহতকে উদ্ধার করতে গিয়ে ভয়াবহ দৃশ্যের মুখোমুখি হন—কারো মাথা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, কারো হাত-পা ছিন্নভিন্ন, কেউ রক্তাক্ত অবস্থায় প্রাণ হারিয়েছেন।

একজন শিক্ষার্থী বলেন, “আমি নিজেও একজনকে তোলার চেষ্টা করছিলাম। কিন্তু ও আমার হাতেই মারা যায়। আমি ওকে আনতে পারি নাই।” আরও জানান, অনেকে প্রাণপণ চেষ্টা করেও কাউকে বাঁচাতে পারেননি।

ঘটনাস্থলে তখন ক্লাস চলছিল, শিক্ষক-শিক্ষিকারা এবং ক্যাম্পাসের পোস্ট গার্ডরা সক্রিয়ভাবে উপস্থিত ছিলেন। কিছু সময় পর ফায়ার সার্ভিস, সেনাবাহিনী এবং একটি হেলিকপ্টার ঘটনাস্থলে এসে উদ্ধার তৎপরতায় অংশ নেয়।

প্রত্যক্ষদর্শীদের ধারণা, হতাহতের সংখ্যা শতাধিক হতে পারে, যদিও এখনো নিশ্চিত কোনো সংখ্যা ঘোষণা করা হয়নি। উদ্ধার কাজ অব্যাহত রয়েছে, এবং গোটা এলাকায় শোক ও আতঙ্ক বিরাজ করছে।

Jahan

×