
ছবি: সংগৃহীত
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের জনপ্রিয় অভিনেত্রী ও তৃণমূল কংগ্রেসের হুগলি আসনের সংসদ সদস্য রচনা বন্দ্যোপাধ্যায় একুশে জুলাইয়ের জনসভায় মঞ্চে ওঠার আগেই বাংলা ও বাঙালিদের নিয়ে কঠোর মন্তব্য করেছেন।
সোমবার (২১ জুলাই) বেলা ১২টার কিছু আগে ধর্মতলার সমাবেশস্থলে পৌঁছান রচনা। পরনে ছিল ছাই রঙের শাড়ি, সবুজ ফুলের কাজ করা। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আগমনের অপেক্ষায় ছিলেন তিনি। একে একে আরও টলিউডের তারকারাও উপস্থিত হতে থাকেন মঞ্চে। স্পষ্টভাষী হিসেবে পরিচিত রচনার মন্তব্য এর আগেও আলোচনা ও বিতর্কের জন্ম দিয়েছে, তবে তিনি নির্ভীক।
এদিন, মঞ্চে ওঠার আগেই বাংলা ভাষা ও বাঙালিদের প্রতি বৈষম্যের বিরুদ্ধে ক্ষোভ ঝাড়েন তিনি। ভারতের বিভিন্ন রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের হয়রানির প্রসঙ্গে রচনা বলেন,
“অনেক সময় এসব দেখে আমি স্তব্ধ হয়ে যাই। আমরা বাঙালি, বাংলা আমাদের মাতৃভাষা। এই বাংলা থেকেই অসংখ্য মনীষী উঠে এসেছেন, যাঁরা গোটা ভারতবর্ষকে গর্বিত করেছেন। অথচ এখন এমনও দেখা যাচ্ছে, কেউ শুধুমাত্র বাংলায় কথা বলায় তাঁকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে! আমিও তো বাংলায় কথা বলি। তাহলে আমাকেও নিয়ে যান। আমি বলতে চাই— বাঙালি এর জবাব দেবে।”
এছাড়া, নিজের নির্বাচনী এলাকার মানুষদের পাশে থাকার বার্তাও দেন তিনি, মঞ্চে পৌঁছেই জানান— একুশে শহীদ দিবসের এই আয়োজন শুধু অতীতকে স্মরণ নয়, বর্তমানের সংগ্রামের পাশে দাঁড়ানোরও ঘোষণা।
শিহাব