ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৩ জুলাই ২০২৫, ৭ শ্রাবণ ১৪৩২

মাত্র ছয় মাস আগে বিয়ে,নিহত পাইলট তৌকির ইসলাম সাগরের পরিবারে শোকের মাতম

প্রকাশিত: ২১:৪০, ২১ জুলাই ২০২৫

মাত্র ছয় মাস আগে বিয়ে,নিহত পাইলট তৌকির ইসলাম সাগরের পরিবারে শোকের মাতম

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে নিহত হন পাইলট তৌকির ইসলাম সাগর। জানা গেছে, সাগর মাত্র ছয় মাস আগে বিবাহিত হয়েছেন। তার মৃত্যুতে রাজশাহীর উপশহরের তিন নম্বর সেক্টরের বাসায় শোকের ছায়া নেমে এসেছে।

সোমবার দুপুরে তার বাড়িতে স্বজনদের আহাজারি করতে দেখা গেছে। বিকেল পাঁচটার দিকে তার বাবা তোরুল ইসলাম, মা সালেহা খাতুন ও ছোট বোন বৃষ্টিকে বিমান বাহিনীর একটি হেলিকপ্টারে করে ঢাকায় নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সাগরের মেজো চাচা মতিউর রহমান।

মতিউর রহমান জানান, বিকেল সাড়ে চারটার দিকে সাগরের মৃত্যুর খবর পেয়ে বিমান বাহিনীর পক্ষ থেকে একটি হেলিকপ্টার পাঠানো হয়। তিনি আরও জানান, সাগরের কোনো সন্তান নেই এবং সম্প্রতি তিনি রাজশাহী এসেছিলেন। সাগরের দাফন রাজশাহীতে করা হবে কি না তা নিয়ে পরিবারের মধ্যে সিদ্ধান্ত নেওয়া হবে।

Jahan

×